প্রায় ২০০ বল খেলেও ছক্কা মারতে পারেননি ওয়ার্নার, ম্যাক্সওয়েলকে দেখে লজ্জা পাবেন
আইপিএল ২০২৩-এর ২৫টি লিগ ম্যাচ খেলা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ব্যক্তিগত পারফর্ম্যান্সে নজর কেড়েছেন অনেকেই। চার-ছক্কায় গ্যালারি মাতাচ্ছে কারা, সেই তথ্য ক্রিকেটপ্রেমীদের নখদর্পণে। তবে চলতি আইপিএলে এমন কিছু হতাশাজনক রেকর্ডের সঙ্গে জড়িয়ে গিয়েছে এমন সব তারকা ক্রিকেটারের নাম, যা বিশ্বাস করা মুশকিল।
আসলে যাঁদের কাছ থেকে সব থেকে বেশি চার-ছয় আশা করা যায়, তাঁরা সব থেকে বেশি বল খেলে চার-ছক্কা হাঁকাতে ব্যর্থ। আবার যাঁরা বল হাতে টুর্নামেন্টে কাঁপাবেন বলে মনে করা হচ্ছিল, তাঁরাই সব থেকে বেশি চার-ছক্কা হজম করে বসে রয়েছেন এখনও পর্যন্ত।
উল্লেখযোগ্য বিষয় হল, এমন লজ্জাজনক কিছু রেকর্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে ডেভিড ওয়ার্নার, রশিদ খান, টি নটরাজনদের নাম। বাংলার দুই পেসার মহম্মদ শামি ও মুকেশ কুমারও রয়েছেন সেই তালিকায়।
আইপিএল ২০২৩-এর ২৫তম লিগ ম্যাচের শেষে সব থেকে বেশি ছক্কা হজম করেছেন চেন্নাই সুপার কিংসের তুষার দেশপান্ডে ও গুজরাট টাইটানসের আলজারি জোসেফ। দুই তারকা এ পর্যন্ত টুর্নামেন্টে ১২টি করে ছক্কা উপহার দিয়েছেন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। আইপিএল ২০২৩-তে সব থেকে বেশি চার চার হজম করেছেন সানরাইজার্স হয়াদরাবাদের টি নটরাজন।
আরও পড়ুন:- RCB vs CSK: আইপিএলের এক ম্য়াচে সব থেকে বেশি ছক্কা, চিন্নাস্বামীতে ফিরল ৫ বছর আগের দক্ষিণী ডার্বির স্মৃতি
ডেভিড ওয়ার্নার এখনও পর্যন্ত টুর্নামেন্টে সব থেকে বেশি ৩১টি চার মেরেছেন। তবে এটা জানলে অবাক হবেন যে, সব থেকে বেশি বল খেলে ছক্কা হাঁকাতে না পারা ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে রয়েছে ওয়ার্নারের নাম। ডেভিড ১৯৫টি বল খেলে ২২৮ রান সংগ্রহ করেছেন। তবে একটিও ছক্কা মারেননি তিনি। আসলে চলতি আইপিএল ৫০টি বল খেলা বাকি সব ব্যাটসম্যান অন্তত ১টি করে ছক্কা মেরেছেন। দিল্লির ক্যাপ্টেনের সেখানে ২০০-র কাছে বল খেলেও ছক্কা মারতে না পারা দৃষ্টিকটু দেখাচ্ছে। তাছাড়া এখনও পর্যন্ত চলতি আইপিএলে সব থেকে বেশি ১৯টি ছক্কা মারা গ্লেন ম্যাক্সওয়েল খেলেছেন মোটে ৮৯টি বল।
আইপিএল ২০২৩-র ২৫টি লিগ ম্যাচের পরে সব থেকে বেশি ছক্কা হজম করেছেন কারা:-
১. তুষার দেশপান্ডে ( সিএসকে)- ১২টি
২. আলজারি জোসেফ (গুজরাট টাইটানস)- ১২টি
৩. যশ দয়াল (গুজরাট টাইটানস)- ১১টি
৪. রশিদ খান (গুজরাট টাইটানস)- ১০টি
৫. মার্ক উড (লখনউ সুপার জায়ান্টস)- ১০টি
৬. হার্ষাল প্যাটেল (আরসিবি)- ৯টি
৭. মুকেশ কুমার (দিল্লি ক্যাপিটালস)- ৯টি
আরও পড়ুন:- RCB vs CSK: আইপিএল ২০২৩-র সেরা ফিল্ডিং! শূন্যে উড়ে নিশ্চিত ছক্কা বাঁচালেন রাহানে- ভিডিয়ো
আইপিএল ২০২৩-র ২৫টি লিগ ম্যাচের পরে সব থেকে বেশি চার হজম করেছেন কারা:-
১. টি নটরাজন (সানরাইজার্স হায়দরাবাদ)- ২১টি
২. আবেশ খান (লখনউ সুপার জায়ান্টস)- ১৮টি
৩. অর্শদীপ সিং (পঞ্জাব কিংস)- ১৮টি
৪. তুষার দেশপান্ডে (সিএসকে)- ১৭টি
৫. মহম্মদ শামি (গুজরাট টাইটানস)- ১৭টি
আইপিএল ২০২৩-র ২৫টি লিগ ম্যাচের পরে সব থেকে বেশি বল খেলে ছক্কা মারতে পারেননি কারা:-
১. ডেভিড ওয়ার্নার (দিল্লি ক্যাপিটালস)- ১৯৫টি
২. সরফরাজ খান (দিল্লি ক্যাপিটালস)- ৪৩টি
৩. ওয়াশিংটন সুন্দর (সানরাইজার্স হায়দরাবাদ)- ৩৯টি
৪. ললিত যাদব (দিল্লি ক্যাপিটালস)- ৩৫টি
৫. পৃথ্বী শ (দিল্লি ক্যাপিটালস)- ২৯টি
আইপিএল ২০২৩-র ২৫টি লিগ ম্যাচের পরে সব থেকে বেশি বল করে ছক্কা হজম করেননি কারা:-
১. হরপ্রীত ব্রার (পঞ্জাব কিংস)- ৭৩টি
২. ফজলহক ফারুকি (সানরাইজার্স হায়দরাবাদ)- ৪২টি
৩. মোহিত শর্মা (গুজরাট টাইটানস)- ৩৬টি
৪. সিসান্দা মাগালা (সিএসকে)- ৩৬টি
৫. ডোয়েন প্রিটোরিয়াস (সিএসকে)- ২৪টি
৬. কাইল মায়ের্স (লখনউ সুপার জায়ান্টস)- ২৪টি
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here