‘প্রাক্তন স্ত্রী ছাড়া আর কোন মেয়ে ঘুম কেড়েছে?’ রাহুলকে প্রশ্ন প্রিয়াঙ্কার!
একটা সময় পরস্পরের হাত ধরে তাঁরা বলেছিলেন—’চিরদিনই তুমি যে আমার’। অবশ্য মধুর হয়নি সেই মিলন। বছর খানেকের মধ্যেই তাঁদের সুখী দাম্পত্যে চিড় ধরে। কথা হচ্ছে প্রিয়াঙ্কা সরকার ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। শ্যুটিং সেটে শুরু বন্ধুত্ব, তারপর প্রেম। মাত্র ২২ বছর বয়সে রাহুলের সঙ্গে সাত পাক ঘোরেন প্রিয়াঙ্কা। ২০১৪ সালে প্রিয়াঙ্কার কোল আলো করে আসে ফুটফুটে পুত্র সন্তান, সহজ। মা হওয়ার কয়েক মাসের মধ্যেই তাল কাটে দুজনের সম্পর্কে। ২০১৭ সালে আলাদা হয়ে যান রাহুল-প্রিয়াঙ্কা। যদিও খাতায়-কলমে এখনও স্বামী-স্ত্রী তাঁরা। বিচ্ছেদের পর মায়ের সঙ্গেই থাকে সহজ, তবে রাহুলের সঙ্গে বন্ধুত্ব এখনও টিকিয়ে রেখেছেন প্রিয়াঙ্কা।
ইন্ডাস্ট্রিতে জোর জল্পনা পুরোনো তিক্ততা মুছে এখন অনেকটা কাছাকাছি রাহুল-প্রিয়াঙ্কা। ভাঙা সম্পর্ক নাকি জোড়া লাগছে সহজের হাত ধরে। এর মাঝেই ভাইরাল প্রিয়াঙ্কার পুরোনো একটি ভিডিয়ো। বিচ্ছেদের মাস কয়েক পরেই জি বাংলার রিয়ালিটি শো ‘অপুর সংসার’-এ হাজির হয়েছিলেন অভিনেত্রী। শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত এই শো’তে প্রিয়াঙ্কার প্রশ্নে চুপ হয়ে গিয়েছিলেন খোদ সঞ্চালক। ‘শবর’ অভিনেতা প্রিয়াঙ্কাকে বলেন পেজ থ্রি রিপোর্টার হিসাবে রাহুলকে কী প্রশ্ন করতে চাইবেন তিনি?
সাংবাদিক প্রিয়াঙ্কার প্রশ্ন ছিল, ‘আমি জানি, প্রাক্তন স্ত্রীরা ডিভোর্স ইত্যাদির জন্য রাতের ঘুম কেড়ে নেয়। কিন্তু এখন জানতে চাই প্রিয়াঙ্কা ছাড়া আর কোন নায়িকা আছে যে রাহুলের ঘুম কাড়ল?’ প্রিয়াঙ্কার ইশারা ঠিক কার দিকে ছিল তা নিয়ে জল্পনা বিস্তর! প্রিয়াঙ্কার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী সন্দীপ্তা রায়ের সঙ্গে রাহুলের গভীর বন্ধুত্বের কথা টলিউড ইন্ডাস্ট্রিতে কারুর অজানা নয়। যদিও তাঁর দুজনেই শুরু থেকেই স্পষ্ট জানিয়েছেন, তাঁরা কেবলই বন্ধু। সন্দীপ্তা এখন চুটিয়ে প্রেম করছেন, এবং প্রকাশ্যে ঘোষণা করেছেন নিজের মনের মানুষের নাম। শুধু রাহুল নয়, ইন্ডাস্ট্রির এক নামী ফটোগ্রাফারের সঙ্গে একটা সময় প্রিয়াঙ্কার বন্ধুত্ব নিয়েও কমচর্চা হয়নি। তবে সে সব এখন অতীত! সহজই এখন রাহুল-প্রিয়াঙ্কার জীবনের একমাত্র গুরুত্ব।
রাহুলের পরিচালনায় অভিনয়ের দুনিয়ায় পা রাখছে সহজ। মাঝেমধ্যেই ছেলেকে নিয়ে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় রাহুল-প্রিয়াঙ্কাকে। মাসখানেক আগে প্রিয়াঙ্কার জন্মদিনের পার্টিতেও হাজির ছিলেন রাহুল।
রাহুলের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রিয়াঙ্কা দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে জানান, ‘বন্ধুত্ব আমাদের চিরকালই ছিল। দুটো মানুষ এক ছাদের তলায় থাকলে যেমন ঠোকাঠুকি লাগে… পরস্পরের প্রতি কাজের জায়গায় যে মিউচুয়াল রেসপেক্ট সেটা সবসময় ছিল। আমি ওর থেকে যা-যা শিখেছি সেটা সব সময় স্বীকার করেছি।’ নায়িকার সংযোজন, ‘সহজও চায় তার মা-বাবার সঙ্গে সময়টা কাটাতে। ওরও দু’জনকেই দরকার।’ অভিনেত্রী বাড়তি সতর্ক যাতে তাঁর ইগোর জন্য দাদু-ঠাকুমার সান্নিধ্য থেকে বঞ্চিত না হয় সহজ।
For all the latest entertainment News Click Here