প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদ, ৭-৮ বছর সময় নিয়েছেন সোহেলকে ‘হ্যাঁ’ বলতে, অকপট হনসিকা
দীর্ঘ দিনের প্রেমিক সোহেল কাঠুরিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী হনসিকা মোতওয়ানি। গত ডিসেম্বরে জয়পুরের মুন্ডটোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে বসেছিল তাঁদের রাজকীয় বিয়ের আসর। নতুন এক সাক্ষাৎকারে স্বামী সোহেল কাঠুরিয়াকে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
তামিল অভিনেতা এসটিআর সিম্বুর সঙ্গে ২০১৪ সালে তিক্ত বিচ্ছেদ হয় হনসিকার। এরপরই সোহেলের কাছাকাছি এসে দ্বিতীয়বার ভালোবাসা খুঁজে পান অভিনেত্রী। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয় হনসিকা বলেছেন, ‘আমার অনেক বছর সময় লেগেছে কাউকে হ্যাঁ বলতে। অন্তত ৭-৮ বছর সময় লেগেছে। আমি প্রেমে বিশ্বাস করি। আমি একজন রোম্যান্টিক মানুষ কিন্তু একজন রোম্যান্টিক ব্যক্তি হিসেবে আমার প্রকাশ ভঙ্গিটা ততটাও নয়’। আরও পড়ুন: প্রয়াত প্রখ্যাত কন্নড় সিনেমার পরিচালক এসকে ভগবান, বয়স হয়েছিল ৮৯
অভিনেত্রী আরও বলেছেন, ‘আমি বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাস করি এবং প্রেমে বিশ্বাস করি। সত্যি কথা বলতে, আমি সময় নিয়েছিলাম এবং এমন একজনকে হ্যাঁ বলতে চেয়েছিলাম যে চিরকালের জন্য আমার হতে চলেছে। সোহেল এসে নিশ্চিত করেছে, ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আরও বেড়েছে। ঈশ্বরের হয়তো কোনও পরিকল্পনা ছিল, তাই হয়তো আমারা কাছাকাছি এসেছি’।
অতীতের সম্পর্ক থেকে যে শিক্ষা পেয়েছেন, সে সম্পর্কে বলতে গিয়ে হনসিকা বলেছেন, প্রতিটি সম্পর্কের একটি নতুন সূচনা হয় এবং এটি এগিয়ে নিয়ে যাওয়ার নিজস্ব উপায় রয়েছে। তিনি আরও বলেন, অতীতের সম্পর্কটা অন্যরকম ছিল এবং সেটা শেষ হয়ে গিয়েছে এবং এখন সোহেলের সঙ্গে এটা আলাদা এবং এর নিজস্বতা রয়েছে। আরও পড়ুন: ফুলের সাজসজ্জা, রোম্যান্টিক পিয়ানো সঙ্গীত, সিড-কিয়ারার রিসেপশনের অন্দরের ছবি
হনসিকা জানিয়েছেন, অতীতে সিম্বুর সঙ্গে বিচ্ছেদের পর সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন তিনি। এমনকি সেই সময় তাঁদের সম্পর্ক নিয়ে প্রচুর চর্চাও হয়েছিল। তাঁদের দুজনেরই বিয়ের পরিকল্পনা থাকলেও তা শেষ পর্যন্ত এগোয়নি। তবে তাঁদের বিচ্ছেদের কারণ এখনও রহস্য।
বলিউডের পরিচিত নাম অভিনেত্রী হনসিকা মোতওয়ানি। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করেছেন। ডিজনি প্লাস হটস্টারে রিয়ালিটি শো হিসাবে দেখা যাচ্ছে হনসিকার বিয়ে ‘লাভ শাদি ড্রামা’। ২০০৭ সালে হিমেশ রেশমিয়ার ‘আপ কা সুরুর’-এ এক মহিলা প্রধান চরিত্রে ডেবিউ করেছিলেন হনসিকা। তার আগে অবশ্য বলিউডে শিশুশিল্পী হিসেবে একাধিক কাজ করেছেন তিনি। জনপ্রিয় টিভি শো ‘শাকা লাকা বুম বুম’-এও অভিনয় করেছেন।
For all the latest entertainment News Click Here