প্রাইভেট আইল্যান্ড, লেক, ৭টি বোট, ১০টি ঘোড়া কিনলেন মিকা! ভিডিয়ো দেখলে আবাক হবেন
বিনোদন দুনিয়ায় বেশ জনপ্রিয়া মিকা সিং। দিনকয়েক আগে তো ঘটা করে স্বয়ম্বর করে পুরনো বন্ধু আকাঙ্খা পুরীর গলায় মালা দিলেন তিনি। তখন কম কথা হয়নি এই গায়ককে নিয়ে। আর এখন শোনা যাচ্ছে একটা প্রাইভেট আইল্যান্ড, লেক, ৭টি বোট আর ১০টি ঘোড়া কিনেছেন। কী শুনেই চক্ষু চড়কগাছ হল তো?
মিকা তাঁর এই ‘স্বর্গ’ থেকে ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে লেকে তাঁকে মোটরবোট চালাতে দেখা গেল। যদিও কোথায় এটা সে ব্যাপারে কিছুই বলেননি তিনি। তবে আপাতত সেই ভিডিয়ো ভাইরাল সোশ্যালে। ভাইরাল হওয়া সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা আছে, ‘পপ সিঙ্গার মিকা সিং উপভোগ করছেন তাঁর স্বর্গে। প্রথম কোনও ভারতীয় গায়ক যার নিজের ব্যক্তিগত আইল্যান্ড আছে, সঙ্গে লেকও, ৭খানা বোট আর ১০টি ঘোড়া।’
আর ভিডিয়োতে লেখা ফুটে উঠছে, ‘আমার আশ্চর্য সুন্দর স্বর্গে আপনাকে স্বাগত। আপনাকে এখানে আসতে হবে বোটে চড়ে। দয়া করে আসুন, সিংহ আপনার জন্য অপেক্ষা করছে।’ মিকার আইল্যান্ডের চারপাশ কিন্তু সত্যিই দারুণ, দেখেই চোখ বড়বড় হয়ে যাওয়ার মতো। মিকাকে তাঁর বন্ধু আর অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যালে।
মিকা বরাবরই বলিউডে নানা বিতর্কের জন্ম দিয়েছেন, তা সে ডাক্তারকে থাপ্পড় মেরে হোক বা রাখিকে জোর করে চুমু খেয়ে। মিকার দাদা দালের মেহেন্দি। ২০০৬ সাল থেকে তিনি শুরু করেন কেরিয়ার। পার্টি সং হিসেবে তিনিই সেরা বলিউডের। তাঁর শো-র টিকিট পেতে আসে লক্ষ লক্ষ লোক। রিপোর্ট অনুসারে এই গায়কের মোট সম্পত্তির পরিমান ১২০ কোটির কাছাকাছি। হামার H2, BMW Z4 এর মতো গাড়ি আছে মিকার। তিনিই প্রথম ব্যক্তি যিনি ভারতে রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি লিমো গাড়ি কিনেছিলেন প্রথম। মুম্বই-য়ের ফ্ল্যাট সহ আরও বেশ কিছু বাংলো আছে মিকার। বোঝাই যায়, বিলাসবহুল জীবনে বরাবরই অভ্যস্ত তিনি।
For all the latest entertainment News Click Here