‘প্রস্রাব করতে পারছিলাম না’, নাভি বরাবর কাটা দাগ! হল কী বিগ বস খ্যাত সোফিয়ার?
কখন তিনি সলমন খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন, আবার কখনও শোবিজ দুনিয়া ছেড়ে সন্ন্যাস গ্রহণের কথা ঘোষণা করে সংবাদ শিরোনামে উঠে আসেন। সব মিলিয়ে চর্চায় থাকাতে ভালোবাসেন বিগ বস সিজন ৭-এর প্রতিযোগি সোফিয়া হায়াত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পেটের কাটা দাগ দেখালেন সোফিয়া, সঙ্গে জানালেন তাঁর শরীরের উপর নাকি দীর্ঘ কাটাছেঁড়া চলেছে। হ্যাঁ, অস্ত্রোপচার করাতে হয়েছে সোফিয়াকে।
সোশ্যাল মিডিয়ায় প্যান্টের চেন খুলে নাভি বরাবর অপারেশনের কাটা দাগ গর্বের সঙ্গে দুনিয়াকে দেখালেন। সঙ্গে শেয়ার করলেন তাঁর সেরে উঠার জার্নিও। অভিনেত্রীর কথায়, গত কয়েক মাস ধরে পেটের যন্ত্রণায় এতটাই কাতর ছিলেন তিনি যে ঠিকভাবে হাঁটতে, হাঁচতে এবং প্রস্রাব করতেও পারছিলেন না। কী হয়েছিল তাঁর? অভিনেত্রী জানিয়েছেন, তাঁর পেটে একটি বিরাট আকারের সিস্ট ধরা পড়ে। সিস্টটি দৈর্ঘ্যে ৭ সেন্টিমিটার। সেটির কারণেই চরম দুর্ভোগের শিকার হন সোফিয়া। এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ সোফিয়া। অপারেশনের পর তিন সপ্তাহ বিছানাতেই ছিলেন তিনি, একটু একটু করে সেরে উঠছেন।
সোফিয়া জানান, ‘আমি খুব গর্বিত যে আমার শরীরে আবার পুরোনো জীবনীশক্তি ফিরে এসেছে। একটা সময় তো আমার মনে হচ্ছিল নাড়ি-ভুঁড়ি সব বেরিয়ে আসবে। এখন আমি ধীরে ধীরে সেরে উঠছি। আমার পেটের ভিতর থেকে ৭ সেন্টিমিটার লম্বা একটি সিস্ট বার করা হয়েছে।’ সোফিয়া জানান, পরীক্ষার পর জানা গিয়েছে সেই সিস্ট থেকে ক্যানসার ছড়ানোর কোনও ভয় নেই।
আফসোসের সুরে সোফিয়া জানান, অসুস্থতার সময় পরিবারের কোনও সদস্য তাঁর দিকে সাহায্যের হাত বাড়ায়নি। তবে তাঁর প্রতিবেশিরা তাঁকে সাহায্য করেছে। কঠিন পরিস্থিতির কথা স্মরণ করে সোফিয়া জানান, ‘আমার শরীর এমন পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল যে আমি ঠিক করে হাঁটতে পারছিলাম না, হাঁচতে কিংবা প্রস্রাব করতেও পারছিলাম না। বিছানা থেকে উঠতেই যন্ত্রণা ভোগ করতে হয়েছে’।
অভিনেত্রী জানান, হাসাপাতলে ৫ দিন ভর্তি ছিলেন তিনি, এরপর ৩ সপ্তাহ একদম শয্যাশায়ী থাকতে হয়েছে। প্রতিবেশি এবং পরিচারিকা এই কঠিন সময়ে তাঁকে সবরকমভাবে সাহায্য করেছে বলে জানান তিনি। সোফিয়ার কথায়, কঠিন পরিস্থিতিতেই তিনি উপলব্ধি করেছেন কারা তাঁর আসল বন্ধু আর কারা স্বার্থপর। পরিবারের অসহযোগিতা এবং উদাসীনতা মন ভেঙেছে সোফিয়ার। পরিবারের লোকজনদের এত বছর ধরে আর্থিক সাহায্য করে আসলেও দুঃসময়ে কাউকেই পাশে পাননি বলে ক্ষোভ উগরে দিলেন সোফিয়া।
প্রাক্তন বলি নায়িকা তথা পরিচালক মোহিত সুরির পত্নী উদিতা গোস্বামী কিন্তু ভোলেননি পুরোনো বন্ধুকে। অসুস্থ সোফিয়ার সবরকমভাবে পাশে থেকেছেন তিনি। সোফিয়া এমনটাও জানান, তাঁকে নিজের বাড়িতে এনে রাখতে চেয়েছিলেন উদিতা। যাতে সোফিয়ার যত্ন-আত্তি করতে পারেন ‘পাপ’ খ্যাত নায়িকা।
For all the latest entertainment News Click Here