প্রস্তুতি ম্যাচে ভারতের বিশ্রী হারের পর ২০মিনিট হার্দিকের ক্লাস নিলেন কোহলি-ভিডিয়ো
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ খেলবে ২৩ অক্টোবর। আর সেই ম্যাচটিও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের তিক্ত স্মৃতি ভুলে গিয়ে টিম ইন্ডিয়া এই বার নিজেদের প্রমাণ করতে মরিয়া রোহিত শর্মারা।
আরও পড়ুন: শাহিন আফ্রিদি পুরো ফিট নন- T20 WC-এর আগে বড় আপডেট দিলেন PCB প্রধান
এই মেগা ইভেন্টে খেলতে নামার আগে তার প্রস্তুতির জন্য প্রায় ২০দিন আগে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) রোহিত-বিরাট কোহলিদের জন্য প্রস্তুতি ম্যাচেরও ব্যবস্থা করেছে। ভারত পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি অনুশীলন ম্যাচ খেলে প্রথমটি ১৩ রানে জিতেছিল এবং দ্বিতীয়টি ৩৬ রানে হারে।
আর বৃহস্পতিবারের অনুশীলন ম্যাচের পরে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি প্রায় ২০ মিনিট লম্বা সময়ের ধরে হার্দিক পান্ডিয়ার ক্লাস নেন, যিনি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ৯ বলে ১৭ রান করে আউট হয়ে গিয়েছিলেন
আরও পড়ুন: ICC Ranking-এ রিজওয়ান-বাবরকে চাপে রেখেছেন স্কাই, এ বার মুখ খুললেন পাক অধিনায়ক
ক্রীড়া সাংবাদিক সুবিমল কুমার তাঁর ইউটিউব চ্যানেলে ভিডিয়োটি শেয়ার করেছেন। প্রসঙ্গত, দু’টি অনুশীলন ম্যাচেই খেলতে দেখা যায়নি বিরাট কোহলিকে। তিনি ২টি ম্যাচের একটিতেও প্লেয়িং ইলেভেনের অংশ ছিলেন না। তবে তাঁকে ফিল্ডিং করতে কিন্তু দেখা গিয়েছে। ম্যাচ শেষ হওয়ার পরে বিরাট সম্ভবত হার্দিকের সঙ্গে অস্ট্রেলিয়ার কন্ডিশনে ব্যাটিং সংক্রান্ত কোনও বিষয় নিয়েই কথা বলেছিলেন। যে ভিডিয়ো হুহু করে ভাইরাল হয়েছে।
ভারতের হয়ে দ্বিতীয় অনুশীলন ম্যাচে অধিনায়ক কেএল রাহুল ৫৫ বলে ৭৪ রান করেন, কিন্তু তিনি ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান তাঁর খেলায় মুগ্ধ হননি। ঋষভ পন্তের আর একটি ফ্লপ শো দেখা গিয়েছে এবং তিনি ১১ বলে ৯ রান করার পর আউট হয়ে যান। ১৪ বলে ১০ রান করেন দীনেশ কার্তিক।
For all the latest Sports News Click Here