প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা: জীবনের প্রথম ছবি মুক্তি, আবেগঘন ঈপ্সিতা যা লিখলেন
স্বপ্নপূরণের গল্প। ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’য় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায়। ছোট পর্দায় অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। কিন্তু বড় পর্দায় প্রথম ছবি মুক্তির পরই আবেগে ভাসলেন অভিনেত্রী। প্রথম সিনেমার শ্যুটিং থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন, প্রচার… নিজের অভিজ্ঞতার কথা নেটমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন ঈপ্সিতা।
পরনে লাল শাড়ি, সাদা ব্লাউজ, খোপায় গোঁজা সাদা ফুল, নেটমাধ্যমের পাতায় নিজের একটি ছবি শেয়ার করেছেন ঈপ্সিতা। ছবিকে এত ভালোবাসার জন্য দর্শককে ধন্যবাদ জানিয়েছে অভিনেত্রী। একই সঙ্গে এই মুহূর্তে তাঁর জীবনের দুই গুরুত্বপূর্ণ মানুষের কথাও লিখেছেন, ‘আমার জীবনে দুজন মানুষ-ভগবান আছে, এই লেখাটা তোমাদের জন্য।’
আরও পড়ুন: বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন, ‘শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’ পর কোথায় দেখা যাবে জয়ীকে
টলিউড ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্য ঈপ্সিতা লিখেছেন, ‘আমি তোমার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তোমাকে কিছু বলতে বা লিখতে সাহস পাই না, শব্দ ও খুঁজে পাই না। তোমার সান্নিধ্যে আসতে পারব স্বপ্নেও ভাবতে পারিনি।তোমাকে শুধু এটুকুই বলতে পারি, আমি সারা জীবন তোমার স্নেহ, তোমার ভালোবাসার মর্যাদা রাখবো। তোমার আশীর্বাদ এর হাতটা এভাবেই মাথায় রেখো।’
লীনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে ঈপ্সিতা লিখেছেন, ‘আজ প্রায় বারো বছর ধরে আমাকে আগলে রেখেছো, জীবনের সমস্ত ক্ষেত্রে সবরকম ভাবে পাশে থেকেছ, আর একজন মা তুমি আমার, তাই আজ আমার এই বিশেষ দিনে নিজের শাড়ি, গয়না দিয়ে সাজিয়ে দিয়েছো। সবাই বলেছে ‘সুন্দর লাগছে’। কোনওদিন আমার সামনে আমার কোনও ভালো কথা বলোনি, কিন্তু নিঃশব্দে ভালোবাসা বুঝিয়েছো।’
আরও লিখেছেন, ‘ছোটবেলা থেকে সমাধান বলতে তোমাকেই জেনেছি, তোমাকেই জানতে চাই। এতো ঝড়-ঝাপটায় তুমি আছো বলেই উঠে দাঁড়াতে পারি বোধহয়। সারাজীবন তোমাকে জ্বালাবো আমি,তোমার কাছেই থাকবো, তোমাকেও কোথাও যেতে দেবো না (একাধিক হার্ট ইমোজি)।’ (অপরিবর্তিত)
For all the latest entertainment News Click Here