প্রসেনজিৎকে চুমু খেলেন রুক্মিণী আর দেবকে ‘ধুর ছাই’! এ কোন ত্রিকোণ প্রেমের ইঙ্গিত
রুক্মিণীর সঙ্গে কি দেবের ঝগড়া? প্রসেনজিতের সঙ্গে রুক্মিণীর প্রেমের সম্পর্ক? হালে কি এমনই ইঙ্গিত দিলেন রুক্মিণী মৈত্র?
সম্প্রতি রুক্মিণী ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, তিনি হাজির প্রসেনজিৎ আর দেবের সামনে। প্রসেনজিতের গালে চকাস করে একটু চুমু খেলেও দেবকে তিনি এক প্রকার ‘ধুর, ছাই’ করেই চলে যাচ্ছেন।
রুক্মিণীর এই ভিডিয়ো দেখে অনেকেই বলেছেন, ‘এটা কী হল!’ রুক্মিণীর সঙ্গে কি দেবের সম্পর্ক ভেঙে গেল? কারণ এই ভিডিয়োর সঙ্গে রুক্মিণী লিখেছেন, ‘এই উইকেন্ডে কার সঙ্গে ডেটে যাবো, আমার সবচেয়ে কাছের মানুষকে সেটা আমি বেছে নিয়েছি।’ তাহলে কি প্রসেনজিতের সঙ্গে সপ্তাহান্তে ডেটে যাচ্ছেন রুক্মিণী?
না, বিষয়টি মোটেও তা নয়। আসলে এ সবই ‘কাছের মানুষ’ ছবির প্রচার। সেই ছবির পোস্টারের সামনে দাঁড়িয়েই ঘটনাটি ঘটিয়েছেন রুক্মিণী। সশরীরের সেখানে না আছেন প্রসেনজিৎ, না আছেন দেব।
পোস্টারে অবশ্য দু’জনেই আছেন। সেই পোস্টারে প্রসেনজিতের গালে চুমু খেয়েছেন রুক্মিণী আর হাতের ইশারায় দেবকে দেখিয়েছেন ‘ধুর! ছাই!’ সঙ্গে যা লিখেছেন, তাতেও ইঙ্গিত রয়েছে, এটি ‘কাছের মানুষ’ ছবির প্রচারের উদ্দেশ্যেই করা।
তবে গোটাটায় খুব মজা পেয়েছেন নেটিজেনরা। অনেকেই লিখেছেন, ‘দিদি, এটা কী ছিল?’ বা কেউ লিখেছেন, ‘এটা করলে রুক্মিণীদি, দেবদা রাগ করবে!’
সব মিলিয়ে হিট হয়েছে রুক্মিণীর এই ভিডিয়ো। খুব অল্প সময়ের মধ্যেই প্রায় ৪৭ হাজার লাইক পেয়েছে ভিডিয়োটি। প্রসেনজিৎ নিজেও রুক্মিণীর সঙ্গে যৌথভাবে একই ভিডিয়ো শেয়ার করেছেন। জোরদার চলছে ‘কাছের মানুষ’-এর প্রচার।
For all the latest entertainment News Click Here