প্রসেনজিতের সঙ্গে প্রেম করেছিলেন? এতদিনে মুখ খুললেন ‘ছোট বউ’
আশির দশকের শেষে বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল অঞ্জন চৌধুরীর সুপারহিট সিনেমা ‘ছোট বউ’। ছবিতে নজর কেড়েছিল ‘ছোট বউ’ এর ভূমিকায় অভিনয় করা দেবিকা মুখোপাধ্যায়। এই ছবির সুবাদেই রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান দেবিকা। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তা ক্যামেরার ওপারের রোম্যান্স কি এপারেও এসে পৌঁছেছিল? প্রসেনজিতের সঙ্গে বাস্তবেও জমিয়ে প্রেম করেছিলেন? সম্প্রতি, প্রসেনজিৎ থেকে শুরু করে নায়কদের সঙ্গে সম্পর্কে থাকা নিয়ে মুখ খুলেছেন ‘ছোট বউ’।
এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে দেবিকা মুখোপাধ্যায় সরাসরি বললেন, ‘ হ্যাঁ, প্রেমে তো পড়েছিলাম। জীবনে প্রথম পুরুষ তো আমার স্বামী নন। প্রেম না করে কেউ শিল্পী হতে পারেন না’। প্রসেনজিতের সঙ্গেই কি সেই সম্পর্ক ছিল? সেকথার জবাব অবশ্য দেননি তিনি। শুধু বলেছেন, ‘প্রেম হলেও বলব না।’ তবে একইসঙ্গে জানালেন যাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনিও এখন সংসারী। বর্ষীয়ান অভিনেত্রী তথা রাজনীতিবিদের কথায়, ‘এখন বললে অযথা আমার জন্য ঝগড়া হতে পারে…অকারণে কেস খেয়ে যাব। কিন্তু, ভালো তো বেসেছি’। তাঁদের সময়ের তুলনায় বর্তমান প্রজন্মের টলিপাড়ার নায়িকারার অনেক ‘ডিপ্লোম্যাটিক’ভাবে প্রেম করেন সেকথা বলতেও পিছপা হলেন না প্রসেনজিতের এই নায়িকা।
ফের প্রসেনজিতের প্রসঙ্গ উঠলে দেবিকা নিজেই খোলসা করে জানালেন এখনও ‘বুম্বা’র সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক। দেবিকার কথায়, ‘ওঁর থেকে খুব সহযোগিতা পেয়েছি। একটা মানুষ শুধু রাজনীতি করে ওরকম উঁচু জায়গায় উঠতে পারে না। নিশ্চয়ই তাঁর নিজস্ব কর্মক্ষমতা রয়েছে। খুবই ভালো সম্পর্ক রয়েছে ওঁর সঙ্গে এখনও।’
বর্তমানে রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ‘ছোট বউ’। একাধিক নির্বাচনে পদ্মফুল শিবিরের প্রার্থী হয়েছেন তিনি। সম্প্রতি, টাকার বিনিময়ে প্রার্থীপদ বিলি হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এবার রূপার সুরেই কথা বলতে শোনা গেল বিজেপি নেত্রীকেও। এই সময়ে আক্ষেপের সুরেই তিনি জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখেই তিনি বিজেপিতে এসেছিলেন। কিন্তু তিনি বঞ্চিত হয়েছেন। বিজেপিতে আসাই তাঁর ভুল হয়েছিল।
একইসঙ্গে তিনি জানান, ‘ইদানিং বিজেপির অনেক জিনিসই ভালো লাগছে না। এখন বিজেপিতে যোগ দেওয়া নিয়ে অনুতাপ হয়।’
For all the latest entertainment News Click Here