প্রসিধ কৃষ্ণর বদলে দলে জায়গা পাবেন কে? দেখুন রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ২০২৩ সালের ১৬তম আইপিএল। মাঠে নামার জন্য সব দলই প্রস্তুত। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় দল কখন বাইশ গজে খেলতে নামবে। কারণ প্রায় ২ বছর পর পুরনো স্টাইলে ফিরতে চলেছে আইপিএল। করোনার পর এই লিগ হবে পুরনো ফর্ম্যাটে হোম এবং অ্যাওয়ে দলের গ্রাউন্ডে খেলা হবে ম্যাচ। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের ভক্তরা চাইবেন তাদের দল দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হোক। প্রসিধ কৃষ্ণর চোট বাদে সঞ্জু স্যামসনের দল বেশ ফিট। জেসন হোল্ডার দলে আসায় এবার রাজস্থান দলকে বেশ শক্তিশালী দেখা যাচ্ছে। দেখে নেওয়া যাক কোন একাদশ নিয়ে মাঠে নামতে তৈরি রাজস্থান রয়্যালস।
রাজস্থান রয়্যালস ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার জেসন হোল্ডারকে আইপিএল ২০২৩-এর জন্য তাদের দলে অন্তর্ভুক্ত করেছে। এর বাইরে জো রুটের মতো অভিজ্ঞ খেলোয়াড়কেও নিজেদের দলে অন্তর্ভুক্ত করেছে, ফলে এই তারকারা যুজবেন্দ্র চাহালের রাজস্থান দলকে আরও শক্তিশালী করে তুলেছে। মনে করা হচ্ছে দলের হয়ে ওপেনিং করতে দেখা যেতে পারে যশস্বী জয়সওয়াল এবং জস বাটলারকে। তিন নম্বরে মাঠে নামতে পারেন দলের অধিনায়ক সঞ্জু স্যামসন। চার নম্বরে দেখা যেতে পারে দেবদত্ত পাডিক্কালকে।
আরও পড়ুন… মাহির চোট! IPL 2023-র প্রথম ম্যাচে কি খেলবেন না ধোনি! কে হবে CSK-র নেতা ও কিপার?
দলের পাঁচ নম্বরে নামতে পারেন শিমরন হেতমায়ের। শেষ বছরে দারুণ ফর্ম দেখিয়েছিলেন শিমরন, এই বছরেরও তাঁর থেকে ভালো কিছুর আশা করবে দল। ছয় নম্বরে রয়েছেন দলের অলরাউন্ডার জেসন হোল্ডার। বিশেষজ্ঞরা নে করছেন এই বছরে রাজস্থানের জন্য হোল্ডার এক্স ফ্যাক্টর হতে পারেন। কারণ তিনি প্রয়োজনে রান করতে পারেন এবং দরকারে বল হাতেও চমক দেখাতে পারেন। সাত নম্বরে রয়েছেন
রিয়ান পরাগের মতো খেলোয়াড়। দলের মিডল অর্ডারে দারুণ পারফর্ম করতে পারেন রিয়ান। সঙ্গে ফিল্ডিং-এও দারুণ পারফর্ম করতে পারেন রিয়ান। তবে রাজস্থান তাঁর থেকে অনেক বেশি কিছু আশা করেন। রিয়ানও ডোমেস্টিক ক্রিকেটে দারুণ পারফর্ম করে এবারের ২০২৩ আইপিএল-এ খেলতে নামবেন।
আরও পড়ুন… রোহিত নাকি অসুস্থ! IPL 2023-এ অধিনায়কদের সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত হিটম্যান
দলের আট নম্বর ক্রিকেটার হলেন রবিচন্দ্রন অশ্বিন। দলের স্পিন বিভাগকে লিড করবেন ভারতের এই অভিজ্ঞ বোলার। ব্যাট হাতেও দলের জন্য মূল্যবান রান করতে পারেন তিনি। নয় নম্বরে দেখা যাবে ট্রেন্ট বোল্টকে। দলের পেস আক্রমণকে লিড করবেন তিনি। আইপিএল-এ এখনও পর্যন্ত ৭৮টি ম্যাচে ৮.৩০ ইকোনমি রেটে ৯২টি উইকেট নিয়েছেন তিনি। দশ নম্বরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। স্পিনের আরও একটি ভরসা। ২০২২ আইপিএল-এ সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। দলের এগারো নম্বর জায়গায় প্রসিধ কৃষ্ণর জায়গায় কে খেলবেন সেটাই দেখার। মনে করা হচ্ছে নভদীপ সাইনি অথবা কুলদীপ সেনকে এই জায়গায় দেখা যেতে পারে। এখন সময়ই বলবে কে এগারো নম্বরে প্রসিধ কৃষ্ণের জায়গায় মাঠে নামবেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here