প্রসবের পর ১০ দিনে ১০ কেজি ওজন ঝরালেন গওহর! নতুন মায়ের ফিট অবতারে অবাক নেটপাড়া
অন্তঃসত্ত্বা অবস্থায় কমবেশি সব মেয়ের শরীরেই নানা-রকম পরিবর্তন আসে। যার অন্য়তম ওজন বেড়ে যাওয়া। বেবি ফ্যাট জন্মানোটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু ফিটনেস ফ্রিক গওহর মা হওয়ার পর শরীরে একফোঁটাও মেদ পুষে রাখতে না-রাজ। গত ১০ই মে ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। আর জানেন কি সন্তান প্রসবের মাত্র কয়েকদিনের মধ্যেই ১০ কেজি ওজন ঝরিয়ে একদম ফিটফাট গওহর! হ্যাঁ, ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেই ওজন ঝরানোর কথা জানান জায়েদ দরবার ঘরণী।
৪০তম জন্মদিনের ঠিক আগেই গওহরের কোল আলো করে এসেছে তাঁর ছোট্ট ‘শেহজাদা’। বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ফটো শেয়ার করেন গওহর। অফ হোয়াইট পাজামায় নো-মেকআপ লুকে পাওয়া গেল নতুন মা-কে। সঙ্গে নায়িকার জেল্লাদার ত্বক, খোলা চুল, আর মুখে চওড়া হাসি। ছবির বিবরণীতে অভিনেত্রী লিখলেন, ‘১০ দিনে ১০ কেজি ওজন কমিয়েছে প্রসবপরবর্তী সময়ে (পোস্টপারটাম)। আর মাত্র ৬…’। বোঝাই যাচ্ছে আরও ৬ কেজি ওজন কমানোর পরিকল্পনা রয়েছে বিগ বস সিজন ৭-এর বিজয়ীর।
![<p>নতুন মা গওহরের ফির অবতার </p> <p>নতুন মা গওহরের ফির অবতার </p>](https://images.hindustantimes.com/bangla/img/2023/05/25/original/JKAd_1685008404995.png)
নতুন মা গওহরের ফির অবতার
কিন্তু এত চটজলদি কীভাবে ওজন কমালেন গওহর? তা অবশ্য খোলসা করেননি অভিনেত্রী। কিন্তু গওহরের অবাক করা ট্রান্সফরমেশন দেখে হাঁ সকলেই। প্রেগন্যান্সির সময়ও খুব বেশি ওজন বাড়েনি গওহরের। কিন্তু যেটুকু ওজন বেড়েছিল, তা ঝরিয়ে ফেলতে বদ্ধপরিকর তিনি। সন্তান প্রসবের পর ওয়ার্ক আউট বা ডায়েট নিয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলা একান্ত আবশ্যক। শুধু গওহরই নন, এর আগে মা হওয়ার দিন কয়েকের মধ্যেই ওজন ঝরিয়ে ফিট অবতারে চমকে দিয়েছেন অনুষ্কা শর্মা, আলিয়া ভাট, সোনম কাপুররা। তবে এই ট্রেন্ড আর বলিউডে আটকে নেই। টলি নায়িকা নুসরত জাহানও ইশানের জন্মের মাত্র দু-সপ্তাহের মধ্যেই কাজে ফিরেছিলেন, তাও আবার একদম ফিট অবতারে।
ছেলের মুখ না দেখালেও তাঁর প্রথম ঝলক ইতিমধ্যেই ভাগ করে নিয়েছেন গওহর। মা দিবসের ঠিক পরদিনই নতুন মা গওহর তাঁর একরত্তিকে নিয়ে একটি সেলফি পোস্ট করেছিলেন। সেখানে একদম নো-মেকআপ লুকে ধরা দিলেন জায়েদ দরবার ঘরণী। ছবিতে দেখা গিয়েছে মায়ের কাঁধে মাথা রাখে শান্তিতে ঘুমোচ্ছে গওহর-পুত্র। ছবির ক্যাপশনে গওহর লিখেছেন, ‘ঘড়ির কাঁটা রাত ১২টা ছাড়িয়েছে, নতুন মা হিসাবে আমার প্রথম মাতৃ দিবসের একদিন অতিক্রান্ত। হ্যাঁ, মা হিসাবে ইনস্টাগ্রামে প্রথম পোস্টের আগে আমার মধ্যে একফোঁটা এনার্জি নেই যে আমি সাজগোজ করব। কিন্তু বন্ধুরা, আমি সত্যি কৃতজ্ঞ!!! আলহামদুলিল্লাহ, যাঁরা সকলে সবকিছু খুব স্পেশ্যাল করে তুলেছে আমার জন্য’।
ছেলের জন্মের পরেরদিন সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতিতে সুখবর ভাগ করে নেন গওহর ও তাঁর স্বামী জায়েদ দরবার। করোনাকালে শুরু এই তারকা দম্পতির প্রেম কাহিনি। মুখে মাস্ক লাগানো গওহরকে মুদিখানার জিনিস কিনতে দেখেই প্রেমে পড়েছিলেন ইসমাইল দরবারের পুত্র। বয়সে জায়েদের চেয়ে ৯ বছরের বড় গওহর। কিন্তু বয়সের ফারাক বাধা হয়ে দাঁড়ায়নি এই প্রেম কাহিনিতে। করোনা লকডাউন একটু শিথিল হতেই ২০২০ সালের ডিসেম্বরে ‘নিকাহ’ সারেন তাঁরা। মাত্র পাঁচ মাসের সম্পর্কেই জায়েদকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন গওহর। আর এবার বাবা-মা হিসাবে নতুন সফর শুরু হল দু’জনের।
For all the latest entertainment News Click Here