প্রশ্নের মুখে রাহানে-ইশান্ত-ঋদ্ধির ভবিষ্যত, লাভবান হতে পারেন শুভমন-সূর্য-হার্দিক
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই শীঘ্রই পরবর্তী মরশুমের জন্য তাদের কেন্দ্রীয় চুক্তি সহ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে চলেছে। এবার চুক্তির তালিকায় ইশান্ত শর্মা, ঋদ্ধিমান সাহা ও অজিঙ্কা রাহানারা চাপের মুখে পড়তে পারেন। তাদের জায়গা বিপদের মুখে রয়েছে। এই তিনজন খেলোয়াড় বেশ কয়েক মাস ধরেই ভারতীয় ক্রিকেট দলের বাইরে রয়েছেন। তারা টিম ইন্ডিয়ার দলে সেভাবে সুযোগও পাচ্ছেন না। সূত্রের খবর এর ফলে বিসিসিআই এই অভিজ্ঞ ক্রিকেটারদের বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সম্পূর্ণভাবে সাইড করতে চাইছে। একই সময়ে সূত্রের খবর শুভমন গিল, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়াদের বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে পদোন্নতি হতে পারে।
আরও পড়ুন… কেন ঋষভ পন্তের বদলে চেতেশ্বর পূজারাকে সহ-অধিনায়ক করা হল? উত্তর দিলেন কেএল রাহুল
বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে টিম ইন্ডিয়া। ১৪ ডিসেম্বর থেকে দুই দলের মধ্যে ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। এই সবের মাঝেই বেরিয়ে আসছে ভারতীয় দলের দুই খেলোয়াড়কে নিয়ে একটি বড় খবর। মিডিয়া রিপোর্ট অনুসারে, বিসিসিআই শীঘ্রই তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ দিতে চলেছে বেশ কিছু তারকাকে।
পিটিআই-এর একটি রিপোর্ট অনুসারে, বিসিসিআই টেস্ট বিশেষজ্ঞ অজিঙ্কা রাহানে এবং ইশান্ত শর্মাকে বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকে সরাতে পারে। এই দুই খেলোয়াড়ই গত বেশ কয়েক মাস ধরে টিম ইন্ডিয়ার অংশ হতে পারেননি। সেভাবে নিজেদের তুলেও ধরতে পারেননি। ইশান্ত শর্মা তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের নভেম্বরে। তিনি টিম ইন্ডিয়ার হয়ে ১০০ টিরও বেশি টেস্ট ম্যাচ খেলেছেন। কিন্তু এখন তাঁর ক্যারিয়ার প্রায় শেষ বলে মনে করা হচ্ছে। একই সময়ে, অজিঙ্কা রাহানে দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার অংশ হতে পারছেন না। তিনি এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হয়ে তাঁর শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন, তারপর থেকে তাঁকেও দলের বাইরে রাখা হচ্ছে।
আরও পড়ুন… জীবনে হাজার হাজার অটোগ্রাফ দিয়েছেন ধোনি, কিন্তু এভাবে সম্ভবত এই প্রথম!
টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ৩৮ বছর বয়সে পরিণত হয়েছেন। তিনিও গত এক বছর ধরে টিম ইন্ডিয়ার অংশ নন। তিনিও সম্ভবত কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন। ঋদ্ধিমান সাহা ভারতীয় দলের হয়ে ৪০টি টেস্ট এবং ৯টি ওয়ানডে খেলেছেন।
২১ ডিসেম্বর বোর্ডের সর্বোচ্চ কাউন্সিলের বৈঠকে ২০২২-২৩ মরশুমের তালিকা চূড়ান্ত হতে পারে। সূত্রের খবর, শুভমন গিল এবং সূর্যকুমার যাদব এবারে উপকৃত হতে পারেন। বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক পিটিআইকে জানিয়েছেন, ‘সূর্যকুমার যাদব গ্রুপ ‘সি’-তে ছিলেন কিন্তু গত এক বছরে তাঁর পারফরম্যান্সের কারণে অন্তত ‘বি’ গ্রুপে অন্তর্ভুক্ত হতে পারে, তিনি বর্তমানে T20I আইসিসি র্যাঙ্কিংয়ে বিশ্ব নম্বর এক নম্বর এবং ওয়ানডেতে দলের জন্যও একজন গুরুতপূর্ণ খেলোয়াড়।’ অন্যদিকে শোনা যাচ্ছে হার্দিক পান্ডিয়া যাকে ভবিষ্যতে টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে দেখা হচ্ছে, তিনিও গ্রুপ ‘সি’ থেকে গ্রুপ ‘বি’-তে অন্তর্ভুক্ত হতে পারেন।
For all the latest Sports News Click Here