প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ‘চিনি’ প্রিয়াঙ্কার! প্রতিবাদী মিশমি, রিমঝিমরা
ছোটপর্দার পরিচিত মুখ প্রিয়াঙ্কা মিত্র। দর্শক তাঁকে চেনে ‘খড়কুটো’ ধারাবাহিকের চিনি হিসাবে। দু-দিন আগেই এক সাক্ষাত্কারে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন এই মিষ্টি টেলি নায়িকা। ‘ছদ্মবেশী’ ধারাবাহিক দিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করা প্রিয়াঙ্কা জানিয়েছিলেন ওই সিরিয়ালের প্রযোজক এবং পরিচালক তাঁকে কুপ্রস্তাব দিতে শুরু করেছিলেন। এর জেরেই ধারাবাহিক ছেড়ে দিয়ে ইন্ডাস্ট্রি থেকে উধাও হয়ে যেতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কার এই বিস্ফোরক সাক্ষাত্কার ঘিরে হইচই কাণ্ড টেলিপাড়ায়। কারণ ‘ছদ্মবেশী’ সিরিয়ালের প্রযোজক ছিলেন সুশান্ত দাস। এই মুহূর্তে টেলিপাড়ার প্রথমসারির প্রযোজকদের অন্যতম তিনি।
‘খুকুমণি হোম ডেলিভারি’, ‘উমা’র মতো জনপ্রিয় শো-এর প্রযোজক প্রিয়াঙ্কার তোলা কাস্টিং কাউচের অভিযোগ মুখ বুজে মেনে নেবেন,তাও কী সম্ভব! মোটেই না! সুশান্ত দাস ফেসবুক পোস্টে ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রিয়াঙ্কার এই অভিযোগ নিয়ে। খ্য়াতির আলোয় আসতে, সস্তার প্রচার পেতে এমন কাণ্ড ঘটিয়েছে নায়িকা, দাবি প্রযোজকের। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘প্রিয়াঙ্কা মিত্র আপনি ভুল চাল দিয়ে ফেললেন, ফেমাস হওয়ার উপায় হিসাবে যে পথে হাঁটলেন সেটা বোকামি… কারণ ইন্ডাস্ট্রিতে সুশান্ত দাস এমন কেউ বড় গুরুত্বপূর্ণ লোক নয়, যার সঙ্গে নাম জড়ালে আপনি ফেমাস হয়ে যাবেন, তার চেয়ে অভিনয়টা মন দিয়ে করুন’।
প্রিয়াঙ্কার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন প্রযোজক। সুশান্ত দাসের বিরুদ্ধে আনা এই অভিযোগে হতবাক অনেকেই। অভিযোগের নিশানায় থাকা প্রযোজক সুশান্ত দাসের পাশে দাঁড়িয়ে মুখ খুলতে দেখা গিয়েছে টলিউডের একাধিক অভিনেতা এবং অভিনেত্রীদের।
অভিনেত্রী মিশমি দাস, রিমঝিম মিত্ররা সুর চড়িয়েছেন প্রযোজকের স্বপক্ষে। মিশমি দাস, রিমঝিমরা প্রকাশ্যে ভাগ করে নিয়েছেন সুশান্ত দাসের সঙ্গে কাজের দুর্দান্ত অভিজ্ঞতা। মিশমি জানান, সুশান্ত দাসের মতো সহযোগিতাপূর্ণ প্রযোজক মেলা সত্যিই দুষ্কর। নিজের সাধ্যের বাইরে হেঁটে সহ-শিল্পীদের পাশে দাঁড়ান প্রযোজক। নিজ স্বার্থসিদ্ধির জন্য এমন অভিযোগ আনা অনুচিত লেখেন মিশমি।
For all the latest entertainment News Click Here