প্রযোজকের থেকে বকেয়া ২,৫০০ টাকা নিতে এসব করেছিলেন নওয়াজ? ভাবতে পারবেন না
বলিউডে নিজের জায়গা পাকা করার আগে অসংখ্য ছোট রোলে অভিনয় করতে দেখা গিয়েছিল নওয়াজউদ্দিন সিদিদিকিকে। আর এরকমই একটা সিনেমা হল ‘শূল’, যার পরিচালক ছিলেন ঈশ্বর নিবাস এবং প্রযোজক রাম গোপাল বর্মা। ছবিতে এক রেস্টোরাঁর ওয়েটারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মুখ্য চরিত্রে ছিলেন রবিনা ট্যান্ডন আর মনোজ বাজপেয়ী।
নওয়াজউদ্দিন সিদ্দিকি সম্প্রতি জানান, এই ছবিতে কাজ করার জন্য তাঁকে ২৫০০ টাকা দেওয়ার কথা হয়েছিল, যা তিনি এখনও পাননি। ৬,৭ মাস টানা এরপর প্রযোজকের অফিসে ঘুরে ঘুরেও কোনও সুরাহা হয়নি। তারপর তিনি একটা বুদ্ধি বের করেন টাকা আদায়ের, যা কেউ ধরতে পারবে না। আরও পড়ুন: ‘সিনেমা কোথায়’, বড় বাজেটের ছবি RRR, KGF2-কে উপহাস করে যা বললেন নওয়াজউদ্দিন
সম্প্রতি বলিউড বাবেলকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজ জানিয়েছেন, ‘বহু ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছি সামান্য টাকার জন্য। পেট চালাতে তখন আমাকে সেগুলো করতে হয়েছে। শূল ছবিতে আমাকে দেখানো হয়েছে একজন ওয়েটারের ভূমিকায়, যে মনোজ আর রবিনার থেকে খাবারের অর্ডার নেবে। ওই ছবির ২,৫০০ টাকা আমাকে দেওয়া হয়নি। এরকম আরও ঘটনা আছে। এটা আমার বিশেষভাবে মনে আছে।’
‘৬-৭ মাস ওদের অফিসে ঘুরলাম আড়াই হাজার টাকার জন্য। সেটা পেতাম না যদিও, কিন্তু খাবার জুটত। এরপর আমি চালাকি করলাম কী, খাওয়ার সময়তেই ওদের অফিসে পৌঁছতাম। আমাকে ওরা জিজ্ঞেস করত, ‘খাবার খাবি?’ আমি বলতাম, ‘হ্যাঁ’। ওরা বলত, ‘টাকা তো পাবি না তুই, আয় খাবারই খেয়ে যা।’ তো আমি এভাবে এক-দেড় মাস খাওয়ার খেলাম। আমার যা টাকা পাওনা ছিল তা উসুল হয়ে গেল।’
কাজের সূত্রে, নওয়াজকে এরপর দেখা যাবে ‘হিরোপন্তি ২’-তে, যেখানে টাইগার শ্রফ আর তারা সুতারিয়া রয়েছে মুখ্য চরিত্রে। ২৯ এপ্রিল ছবিটির মুক্তি পাওয়ার কথা।
For all the latest entertainment News Click Here