প্রয়াত ‘মর্দানি’ খ্যাত বাঙালি পরিচালক প্রদীপ সরকার, শোকস্তব্ধ বলিউড!
প্রয়াত বলিউডের বাঙালি পরিচালক প্রদীপ সরকার। বয়স হয়েছিল ৬৭ বছর। জানা গিয়েছে, কিডনির অসুখে ভুগছিলেন পরিচালক, চলছিল ডায়ালিসিস। হঠাৎ করেই তাঁর শরীরের পটাশিয়ামের পরিমাণ কমে যায়। দ্রুত পরিস্থিতি বিগড়াতে থাকে, এদিন ভোররাতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। শুক্রবার ভোর ৩.৩০টে নাগার মৃত্যু হয় ‘মর্দানি’র নির্দেশকের। টুইটারে শুক্রবার সকালে এই মর্মান্তিক খবর শেয়ার করেন পরিচালক হনসল মেহতা। তিনি লেখেন, ‘প্রদীপ সরকার দাদা…. শান্তিতে ঘুমিও’।
প্রদীপ সরকারের মৃত্যুর খবরেই এদিন ঘুম ভেঙেছে বলিপাড়ার অনেকের। পরিবারের তরফে শুক্রবার বিকাল ৪টে নাগাদ পরিচালকের শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছে সান্তাক্রুজ মহাশ্মশানে।
প্রদীপ সরকারের কর্মজীবন শুরু বিজ্ঞাপনের জগতে। বহু অ্যাড ফিল্ম পরিচালনা করেছেন তিনি। এরপর রুপোলি পর্দায় পরিচালক হিসাবে আত্মপ্রকাশ ‘পরিণীতা’ ছবির সঙ্গে। সইফ-বিদ্যা অভিনীত এই হিট ছবি পরিচালনা করেছিলেন তিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনিতে জাতীয়স্তরের দর্শকদের সামনে নিঁখুতভাবে উপস্থাপনা করেছিলেন এই বাঙালি পরিচালক। এরপর ‘লাগা চুনরি মেঁ দাগ’ (২০০৭), ‘লাফাঙ্গে পরিন্দে’ (২০১০), মর্দানি (২০১৪), ‘হেলিকপ্টার ইলা’ (২০১৮)-র মতো ছবি পরিচালনা করেছেন প্রদীপ সরকার।
সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও নতুন ছাঁচে ঢেলেছিলেন প্রদীপ সরকার। ওটিটি প্ল্য়াটফর্মেও দাপটের সঙ্গে কাজ করছিলেন গালে। ‘কোল্ড লস্যি অউর চিকেন মশালা’, ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ‘ফরবিডেন লাভ’, ‘দৌরাঙ্গা’-র মতো ওয়েব সিরিজের পরিচালক হিসাবে দেখা গিয়েছে তাঁকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।
কঙ্গনা রানাওয়াতকে নিয়ে ‘নটী বিনোদিনী’র বায়োপিক হিন্দিতে তৈরির কথা চূড়ান্ত ছিল প্রদীপ সরকারের। গত বছর ঘটা করে সেই ঘোষণাও সেরেছিলেন পরিচালক। ছবির প্রি-প্রোডাকশনের কাজও চলছিল, সেই কাজ অসম্পূর্ণই রইল, না-ফেরার দেশে চলে গেলেন পরিচালক। লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতকে চিরতরে বিদায় জানালেন তিনি। বলিউডে হাতেগোনা ছবি করলেও প্রদীপ সরকারের ছবির একটা আলাদা দর্শক ছিল, নিজের কাজের মধ্যে দিয়ে চিরকাল দর্শকদের মণিকোঠায় রয়ে যাবেন এই বাঙালি ফিল্মমেকার।
For all the latest entertainment News Click Here