প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বরুন চন্দের ছেলে অভীক! ৭৮ বছরে সন্তানশোকে কাতর অভিনেতা
প্রয়াত টলিউডের বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দের ছেলে অভীক চন্দ। ৭৮ বছর বয়সে পুত্রশোক পেলেন বরুণ। খবর ছড়িয়ে পড়তেই শোকের আবহ টলিউডে। ৫১ বছর বয়সে প্রয়াত অভিনেতার পুত্র। সোমবার না ফেরার দেশে চলে যান অভীক। জানা যাচ্ছে, ফুসফুসে ভয়ংকরভাবে সংক্রমণ হয়েছিল তাঁর। কিন্তু ব্যাপারটা কেউই ধরতে পারেনি। ছলের অকালে চলে যাওয়ায় ভেঙে পড়েছেন বরুণ।
বরাবরই মেধাবী ছাত্র ছিলেন অভীক। প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করেছেন। দিল্লি স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তনী তিনি। দীর্ঘদিন ধরে কাজ করছেন একটি বহুজাতিক সংস্থায়। সম্প্রতি গর্বিত বাবা বরুণ জানিয়েছিলেন, তাঁর ছেলেকে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে সিনিয়র রিসার্চ ফেলো ঘোষণা করা হয়েছে।
অভীক কেরিয়ারের শুরুর দিকে সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। তাঁর লেখা বই দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও বিশেষভাবে সমাদৃত হয়। যার মধ্যে ছিল ‘ফ্রম কমান্ড টু এমপ্যাথি: ইউজিং ইকিউ ইন দ্য এজ অফ জিজ়রাপশন’, ‘দারা শুকো: দ্য ম্যান হু উড বি কিং’। তবে ‘ওয়াক থ্রি পয়েন্ট ও’ বিশেষভাবে জনপ্রিয়তা পায়। লেখক ছেলেকে নিয়ে বরাবরই গর্ব করতেন বাবা।
জানা যাচ্ছে, ফুসফুসের সংক্রমণ এমন অবস্থা হয় যে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং অভীকবাবু সেপটিসেমিয়া হয়ে মারা যান। সঠিক সময়ে ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে সেরা ওঠা সম্ভব ছিল বলেই জানালেন অভিনেতা। এভাবে যে এই বয়সে দাঁড়িয়ে ছেলের শেষকৃত্যের কাজ করতে হবে, সেটা কল্পনাতও ভাবেননি। ছেলের সঙ্গে কাটানো সময়গুলিই বারবার মনে আসছে। কানে ভেসে আসছে ছেলের সঙ্গে হওয়া শেষ কথাও।
অভিনেতার ছেলের মৃত্যুর খবরে শোকস্তব্ধ পরিবারের সকলে। এত কম বয়সে এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই।
For all the latest entertainment News Click Here