প্রয়াত পর্দার ‘খলনায়ক’ কাজান খান, হৃদরোগ কেড়ে নিল প্রাণ
বিনোদন দুনিয়ায় ফের একটা খারাপ খবর। প্রয়াত মালয়ালম অভিনেতা কাজান খান। সোমবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। কাজান খানের মৃত্যুতে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই শোক প্রকাশ করেছেন। অভিনেতার আত্মার শান্তি কামনা করে সহ-অভিনেতা থেকে অনুরাগী, অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
প্রযোজনা নিয়ন্ত্রক ও চলচ্চিত্র প্রযোজক NM বদুশা কাজান খানের মৃত্যুর খবরটি ফেসবুকে শেয়ার করেছেন। তিনি লেখেন, ‘জনপ্রিয় খলনায়ক কাজান খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তিনি সিআইডি মুসা, বর্ণপাকিট্টু সহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তাই পরিবারের প্রতি সমবেদনা রইল।’এরপরই পর্দার খলনায়ক কাজান খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। দক্ষিণী অভিনেতা দিলীপ, যিনি সিআইডি মুসা, দ্য ডন এবং ইভান মারিয়াদারমন-এ কাজান খানের বিপরীতে অভিনয় করেছিলেন, তিনিও অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন-বিরাটের উপর রাগ, অনুষ্কাকে ‘অপয়া’ বলে গায়ের জ্বালা মেটাল এক শ্রেণির উশৃঙ্খল সমর্থক
আরও পড়ুন-‘ভালো অভিনেতা, তবে খারাপ সিনেমায় কাজ করি, আমার বউ এটাই ভাবে!’ বলছেন আরশাদ ওয়ারসি
আরও পড়ুন-অনুপ্রিয়া কি হৃতিককে চেনেন না? তাহলে রোজ কেন সেটে এসে নিজের নামধাম বলতেন তারকা
তামিল, মালয়ালম সহ দক্ষিণের বহু ছবিতে অভিনয় করেছেন কাজান। ১৯৯২ সালে তিনি তামিল ছবি ‘সেন্থামিজ পাত্তু’ দিয়ে জনপ্রিয়তা পান কাজন। ‘সেন্থামিজ পাত্তু’ ছবির হাত ধরেই তাঁর কেরিয়ার শুরু হয়, সেখানে প্রভুর বিপরীতে সহ অভিনেতা হিসাবে অভিনয় করেন কাজান। পরে গান্ধর্ভম, সিআইডি মুসা, দ্য ডন, মায়ামোহিনী সহ আরও বেশকিছু ছবিতে খলনায়কের চরিত্রে জনপ্রিয়তা পান। এছাড়াও সেতুপাথি আইপিএস, ডুয়েট, মুরাই মামান, আনাজগান, কারুপ্পু নীলার মতো ছবিতে অভিনয় করেছেন।
১৯৯৩ সালে মালয়ালম ছবি গান্ধর্ভম-এ অভিনয় করেন। সেখানে মোহনলালের বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেন।
For all the latest entertainment News Click Here