প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী উত্তরা বাওকর
সক্কাল সক্কাল ফের একটা খারাপ খবরে মনখারাপ বিনোদন দুনিয়া। প্রয়াত জাতীয় পুরষ্কারজয়ী অভিনেত্রী উত্তরা বাওকর। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার পুনের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
একসময় দূরদর্শনের হাত ধরেই অভিনেত্রী উত্তরা বাওকরের সঙ্গে দর্শকদের পরিচয় হয়। গোবিন্দ নিহালনির ‘তমস’ ও ‘রুকমাবতী কি হাভেলি’ ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যায় তাঁকে। পরে ১৯৮৯-এ দেখেছি মৃণাল সেনের ‘একদিন অচানক’ ছবিতে দেখা যায় উত্তরা বাওকরকে। ছবিতে অধ্যাপকের স্ত্রীর ভূমিকায় দেখা যায় তাঁকে। ছবির গল্পে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যাওয়া অধ্যাপক স্বামীর অপেক্ষায় বসে থাকতে দেখা গিয়েছিল তাঁকে, সেটি ঘিরেই ছবির গল্প এগোয়। এই ছবির জন্যই সেরা সহ অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কারও জিতে নেন তিনি।
আরও পড়ুন-‘ইন্দুবালা’র গান প্রথমে প্রযোজকদের পছন্দ হয়নি, বলেই দিয়েছিল চলবে না: অমিত
আরও পড়ুন-হুমকি আসে #MeToo-তে ফাঁসিয়ে দেব, ভেঙে পড়েছিলাম, ভেবেছিলাম আর গান বানাব না: অমিত
অভিনেত্রী উত্তরা বাওকর ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পড়াশোনা করেন। একসময় মঞ্চেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। মঞ্চের ‘উমরাও জান’ ছিলেন তিনি। এআইআর নাটকেও দেখা গিয়েছিল তাঁকে। তিনি উড়ান, অন্তরাল, এক্স জোন, রিশতে কোরা কাগজ, নজরানা, জাসি জাসি কোই না, কশমাকাশ জিন্দেগি কি এবং জব লাভ হুয়ার মতো জনপ্রিয় টিভি শোতে অভিনয় করেছেন তিনি।
For all the latest entertainment News Click Here