‘প্রবীণ বলে কিন্তু মানুষ আপনাকে..’, জয়ার ‘আছাড় খেয়ে পড়ার’ মন্তব্যে সপাটে উরফি
মুম্বইয়ের পাপারাৎজ্জি হামেশাই তারকাদের পিছনে ছুটতে থাকেন ছবি ক্লিক করার জন্য। প্রবীন অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া বচ্চন তাঁর রূঢ় স্বভাবের জন্য বেশ পরিচিত।
সম্প্রতি নেটমাধ্যমে জয়া বচ্চনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে অভিনেত্রী পাপারাৎজ্জির উদ্দেশ্যে বলে ওঠেন, তিনি ‘আশা করেন’ ওই পাপারাৎজ্জো যেন পড়ে যায়। প্রায়শই ফটোগ্রাফারদের তিরস্কার করতে দেখা যায় জয়াকে। আশেপাশে থাকা পাপারাৎজ্জির উদ্দেশ্যে তিনি বলে ওঠেন, ‘নিজেকে ঠিক করে পেশ করুন। আছাড় খেয়ে পড়লেই ভালো।’
আরও পড়ুন: টলিউডের এক অভিনেত্রীও নাকি সাজিদের শিকার! কোন ৯ জন তোপ দাগেন তাঁর নামে
পাপারাৎজ্জোর উদ্দেশ্যে জয়ার এই ভিডিয়ো নিয়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছে নেটমাধ্যমে। অভিনেত্রী উরফি জাভেদ ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিয়ো রি-পোস্ট করে লেখেন, ‘তিনি কি শুধু আছাড় খেয়ে পড়ে যাওয়ার কথাই বলেছেন। দয়া করে তাঁর মতো হবেন না। সচেতন হোন। সেটা ক্যামেরার পিছনেই হোক বা সামনে। আপনি প্রবীণ বা শক্তিশালী হলেও সকলের কাছে সম্মান পাবেন না। ওদের সঙ্গে ভালো ব্যবহার করলে তবেই সম্মান পাবেন।’
আরও পড়ুন: ছোট চুল, মেরুন বডিকন পোশাক! সায়নীকে এই অবতারে দেখে চোখ সরছে না কারও
ঠিক পরবর্তী ইনস্টাগ্রাম স্টোরিতে বিগ বস ওটিটি খ্যাতি প্রাক্তন তারকা উল্লেখ করেছেন, নিজের ঠোঁটকাটা স্বভাবের জন্যই কীভাবে ইন্ডাস্ট্রি থেকে কাজ হারাচ্ছেন তিনি। উরফি লেখেন, ‘বিশ্বাস করুন, নিজের স্পষ্টবাদী হওয়ার জন্য কেমন নিজের উপর রাগ ওঠে। নিজের মুখকে নিয়ন্ত্রণ করতে চাই। জানি, এসব বলে ইন্ডাস্ট্রিতে নিজের কাজ খোয়াচ্ছি। কিন্তু চুপও থাকতে পারি না। এসব বিষয়ে মুখ বুজে থাকলে বিরক্তি বোধ হয়, মনে হয় যেন অধিকার থেকে বঞ্চিত। নিজের ঘরে আলো-জল আসছে, অন্যের ঘরে আসছে না বলে বলব না। এমনই একটা ব্যাপার বলে মনে হয় তখন!’
আরও পড়ুন: শ্যুটিংয়ে বিপত্তি! চোট পেলেন উরফি, কী করতে যাচ্ছিলেন তিনি
এই সমস্ত বিষয় মুখ খোলার কথা বলেছেন উরফি। ইনস্টা পোস্টের শেষে লেখেন, ‘আমি জানি সব মানুষ কখনই সমান হয় না। কিন্তু বেড়ে ওঠার ক্ষেত্রে সকলেই যেন সমান সুযোগ পায়। এর জন্য আমাদের সকলকে আওয়াজ তুলতে হবে।’
For all the latest entertainment News Click Here