প্রধানের নির্মাতাদের সঙ্গে মিঠাই, ছবি শেয়ার করে সৌমিতৃষা লিখলেন ‘গুরুদের সঙ্গে’
সৌমিতৃষা কুণ্ডু ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় পা রাখতে চলেছেন। এখন তিনি সৌমিতৃষা নন, বরং ‘মিঠাই’ বলেই বাংলার ঘরে ঘরে পরিচিত। তাঁর ‘মিঠাই’ ধারাবাহিকটি এই যুগের অন্যতম দীর্ঘদিন ধরে চলা মেগা। তবে আগামী রবিবারই সেটার সম্প্রচার শেষ হবে। শেষ হয়েছে শুটিংও। এখন অভিনেত্রী তাই তাঁর আগামী কাজে মন দিয়েছেন। তাঁকে আগামীতে অভিজিৎ সেন পরিচালিত ‘প্রধান’ ছবিতে দেখা যাবে। তাও দেবের বিপরীতে।
এটাই প্রথম নয়, এর আগেও ছোট পর্দার জনপ্রিয় নায়িকা শ্বেতা ভট্টাচার্য বড় পর্দায় ডেবিউ সেরেছেন তাও দেবের ছবিতেই, তাঁর বিপরীতে। আর সেই ছবি অর্থাৎ ‘প্রজাপতি’ বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছিল। বিপুল ব্যবসা করে সেই ছবি। চলে অনেকদিন। এবার পালা সৌমিতৃষার।
এদিন অভিনেত্রী ‘প্রধান’ ছবির নির্মাতাদের সঙ্গে ছবি তুলে সেটা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি সোমবার অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরীর সঙ্গে একাধিক ছবি পোস্ট করে লেখেন, ‘একটা সন্ধ্যা আমার মেন্টরদের সঙ্গে। অতনু স্যার এবং অভিজিৎ দা।’ তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে প্রধান কথাটি লিখতে ভোলেন না।
তাঁকে এদিন বেঙ্গল টকিজের অফিসে হলুদ রঙের একটি চুড়িদার পরে অভিজিৎ সেনের সঙ্গে ছবি তুলতে দেখা যায়। একটি ছবিতে অতনু রায়চৌধুরীও সঙ্গে ছিলেন। ফলে সবটা মিলিয়ে সৌমিতৃষা যে এখন ‘প্রধান’ ছবির জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছেন সেটা বেশ বজাব যাচ্ছে।
অন্যদিকে মিঠাইরানির সফর শেষের পথে। আড়াই বছরের অভ্যাসে দর্শকরা মিস করবেন তাঁদের পছন্দের ‘সিধাই’ জুটিকে। আবার কি ফিরে পাওয়া যাবে তাঁদের? উত্তরে কী বললেন আদৃত এবং সৌমিতৃষা? আদৃতের কথায়, ‘আমরা দুজন একসঙ্গে এইরকম একটা শো করেছি। তারপর এইরকম কোনও শো আসলে নিশ্চয় করব।’ সৌমিতৃষার জবাবও প্রায় একই ছিল, তাঁর কথায়, ‘সিধাই যতটা আমাদের আর তোমাদের মধ্যে যে প্রভাব ফেলেছে, আমাদের পরবর্তী প্রোজেক্ট তো তার চেয়েও বেশি প্রভাব ফেলবে তেমন হতে হবে, যাতে তোমরা রোজরোজ ছুটে আসো আমাদের কাছে। তেমন প্রোজেক্ট যখনই পাব একদম ছুটে গিয়ে হুড়হুড় করে সাইন করে ফেলব’।
For all the latest entertainment News Click Here