প্রধানমন্ত্রীর ‘নির্দেশ’, ৩০ ঘণ্টার মধ্যে অবসর ভাঙলেন তামিম, কবে ফিরবেন মাঠে?
এত তাড়াতাড়ি অবসর নেবেন তামিম ইকবাল? মানতে পারছিলেন না বাংলাদেশের অসংখ্য ক্রিকেটপ্রেমী মানুষ। মানতে পারেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সেই পরিস্থিতিতে শুক্রবার তামিমকে নিজের বাসভবনে ডাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই সাক্ষাতের পরই অবসরের সিদ্ধান্তে প্রত্যাহার করে নিলেন তামিম। তবে এখনই মাঠে ফিরছেন না। মাসদেড়েক ছুটিতে থাকবেন। তারপর এশিয়া কাপে ফিরবেন। তামিম জানিয়েছেন যে অবসর ভেঙে ফিরে আসার জন্য তাঁকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অনেকে আগে সেই আর্জি করলেও তাতে সাড়া দেননি। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর নির্দেশ কখনও অমান্য করতে পারেন না। তাই ফের মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ৩০ ঘণ্টা আগে অবসরের যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা প্রত্যাহার করে নিচ্ছেন।
আরও পড়ুন: অন্যায্য সমালোচনা হচ্ছিল, অবসর নিয়ে ভালো করেছে তামিম, বিস্ফোরক আশরাফুল
বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার গণভবনে তামিমকে জরুরি তলব করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেইমতো স্ত্রী আয়েশার সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে যান। সেখানে ছিলেন বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। তারপর সন্ধ্যা ছ’টা নাগাদ (বাংলাদেশের স্থানীয় সম অনুযায়ী) প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে এসে তামিম ঘোষণা করেন যে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছেন। আবার মাঠে ফিরবেন তিনি।
আরও পড়ুন: BAN vs AFG: ‘আমার তাহলে বেরিয়ে যাওয়া উচিত’, তামিমকে নিয়ে প্রশ্ন এড়াতে সাংবাদিকদের মৃদু স্বরে হুঁশিয়ারি লিটনের
তামিম জানান, বৃহস্পতিবার দুপুরে অবসরগ্রহণের পর শুক্রবার দুপুরে গণভবনে আসার জন্য তাঁকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী হাসিনা। সেইমতো প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন। তারপর অবসর নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়ে মাঠে ফেরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যে নির্দেশ তিনি কোনওভাবেই অমান্য করতে পারেন না। দেশের সবথেকে বড় মানুষকে কখনইও ‘না’ বলতে পারেন না বলে জানান তামিম।
অথচ বৃহস্পতিবার দুপুরে তামিম সিক্ত চোখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর থেকে সিদ্ধান্ত পরিবর্তনের কম অনুরোধ পাননি। শেষে প্রধানমন্ত্রীর কথা আর ফেলতে পারেননি। তবে এখনই মাঠে নামছেন না তামিম। বিসিবি সভাপতি জানিয়েছেন, মাসদেড়েক ছুটি কাটাবেন বাংলাদেশের তারকা ব্যাটার। এখনও শারীরিক এবং মানসিকভাবে ফিট না হওয়ায় নিজেকে চাঙ্গা করে তোলার জন্য ওই বিশ্রাম নিচ্ছেন। তারপর তামিম ফের ক্রিকেট ফিরবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। আপাতত যা পরিস্থিতি, তাতে সংশ্লিষ্ট মহলের মতে, দলে ফিরে অধিনায়কত্বও করবেন তামিম।
আর তামিমের সেই অবসর ভেঙে আসার সিদ্ধান্তে মোর্তাজাকে অন্যতম ‘নায়ক’ হিসেবে দেখা যাচ্ছে। যিনি হাসিনা ও তামিমের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ।’ সেইসঙ্গে তামিমের সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের বিনোদন জগতের তারকারাও। সাবিলা নূর বলেন, ‘ওয়েলকাম ব্যাক তামিম ইকবাল।’
For all the latest Sports News Click Here