প্রথম ৫ ম্যাচেই বড় ব্যবধানে হার, সেগুলি নাকি DC জিততে পারত, আজব যুক্তি পাণ্ডের
এই বছরের আইপিএল থেকে কার্যত বিদায় ঘণ্টা বেজে গেল দিল্লি ক্যাপিটালসের। গ্রুপ টেবিলের শেষ স্থানের থাকা দুই দল মুখোমুখি হয় রবিবার ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে। উত্তেজনাপূর্ণ ম্যাচে ৯ রানে জয়ী হয় সানরাইজার্স হায়দারাবাদ। দিল্লির বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদ অধিনায়ক এডেন মার্করাম। ডেভিড ওয়ার্নারের দলকে ১৯৮ রানের লক্ষ্যমাত্রা দেয় তারা। জবাবে ব্যাট করতে নেমে ১৮৮ রানে থেমে যায় দিল্লির ইনিংস। আটটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিততে পেরেছে দিল্লি ক্যাপিটাল। তবে দিল্লির ব্যাটার মণীশ পাণ্ডে মনে করেন প্রথম যে পাঁচটি ম্যাচ তারা হেরেছে তার মধ্যে দুটি দিল্লি জিততে পারত।
এই মরশুমের শুরু থেকেই একেবারেই ছন্দে নেই দিল্লি। তাদের ব্যাটিং ব্যর্থতা প্রতিটি ম্যাচে ভুগিয়েছে। টপ অর্ডার থেকে মিডিল অর্ডার, কোনও ব্যাটারই দাগ কাটতে পারেনি। ওপেনার পৃথ্বী শ থেকে সরফরাজ খান, মণীশ পাণ্ডে প্রত্যেকেই ব্যর্থ। মাঝে মাঝে ডেভিড ওয়ার্নার রান পেলেও তিনি একা কিছু করতে পারেননি। পৃথ্বী এই বছর ছয়টি ম্যাচ খেলে করেছেন মাত্র ৪৭ রান। ভারতীয় দলের এক সময় নিয়মিত সদস্য মণীশ পাণ্ডে একটি ম্যাচে অর্ধশতরান করলেও তারপর থেকে বিশেষ কিছু করতে পারেননি।
সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং নির্বাচক মন্ডলীর প্রধান কৃষ্ণমাচারী শ্রীকান্ত মণীশ পাণ্ডের সমালোচনা করেন। তবে সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে ম্যাচ হারের পর মণীশ পান্ডে মনে করেন মরশুমের শুরুতে ক্যাপিটালস যে পাঁচটি ম্যাচ হেরেছে তার মধ্যে দুইটি তারা জিততে পারতো। তিনি সেইভাবে কিছু করতে না পারলেও প্রতিটি ম্যাচই দিল্লির হয়ে খেলেছেন। তাঁর উপর টিম ম্যানেজমেন্ট যে ভরসা রেখেছে সেই বিষয়ে বলতে গিয়ে তিনি জানান, ‘কোচেরা আমাকে যে দায়িত্ব দিয়েছে তা নিয়ে আমি খুব খুশি। দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের একার হাতে কয়েকটি ম্যাচ জেতাতে চাই।’ মণীশ দিল্লির হয়ে ম্যাচ জেতার আশা প্রকাশ করলেও শেষ ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে কিছুই করতে পারেননি তিনি। ৩ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। হায়দরাবাদের অভিষেক শর্মার বলে স্টেপ আউট করে মারতে গিয়ে বল মিস করে স্টাম্প আউট হন তিনি।
দিল্লি ক্যাপিটালস ১০ দলীয় এই টুর্নামেন্টের শেষ স্থানে রয়েছে। শেষ ম্যাচ হারার ফলে আইপিএলে প্রথম চারের ওঠার আশা প্রায় শেষ হয়ে গিয়েছে বললেই চলে। প্লে অফে উঠতে না পারলেও শেষ কয়েকটি ম্যাচ জিতে সম্মানের সঙ্গে এই মরশুমে শেষ করতে চাইবে তারা।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here