‘প্রথম সপ্তাহে ৬০ লাখের নীচে থাকবে!’ রাণার নিশানায় ঋতাভরীর ফাটাফাটি, হলেন ট্রোল
দিনকয়েক আগে টানা চেঙ্গিজ-কে নিয়ে সমালোচনার ঝড় বইয়েছিলেন প্রযোজক রাণা সরকার ফেসবুকে। এবার তাঁর নিশানায় এল ঋতাভরী চক্রবর্তীর ফাটাফাটি সিনেমা। উইন্ডোজ প্রোজাকশন হাউজকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। যদিও বাঁচতে পারলেন না নেট মাধ্যমে হওয়া কটাক্ষের হাত থেকে।
রাণা ফেসবুকে লিখলেন, ‘ফাটাফাটি #BoxOffice। প্রথম ৩ দিন: ৩৮ লাখ। প্রথম ৬ দিন: প্রায় ৫২ লাখ। প্রথম সপ্তাহে কালেকশন ৬০ লাখের নীচে থাকবে। আমার তথ্য ভুল হলে প্রোডাকশান হাউস তাদের অফিসিয়াল বক্স অফিস রিপোর্ট জানান।’
তবে রাণার এই পোস্ট মোটেও ভালোভাবে নেয়নি নেটপাড়া। কমেন্ট সেকশনে একজন লিখলেন, ‘তুমি কে রাণাদা? ভগবান?’ আরেকজন লিখলেন, ‘প্রোডাকশন আগেই জানিয়েছে হিসেব। কাজ না থাকলে নিজের বানানো সিনেমাগুলোই দেখুন গিয়ে।’ অপরজন লিখলেন, ‘তুমি এতদিন চেঙ্গিজের পিছনে পড়ে ছিলে। ভাবলাম জিতদাকে দেখতে পারো না। তারপর দেখি ও বাবা আপনি তো শুধু শুধুই লোকের ব্যাপারে নাক গলান। আপনার মতো প্রযোজক আমি জীবনে দেখিনি।’ চতুর্থজন লিখলেন, ‘আপনি সবার পিছনে কাঠি করেন। নিজের তিনটি হিট সিনেমার নাম বলুন দেখি।’ আরও পড়ুন: রাজ-ইউভানের টাইমপাস! ছেলের মন ভোলাতে স্পাইডারম্যান সাজলেন ব্যারাকপুরের বিধায়ক
এদিকে টলি বাংলা বক্স অফিসের রিপোর্ট বলছে, ‘ফাটাফাটির আয় ৪ দিনে টোটাল ৮২ লাখ।’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী ফুল্লরার চরিত্রে। আর তার স্বামী বাচস্পতি-র চরিত্রে আবির। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা দত্তও।
আরও পড়ুন- TRP: রামপ্রসাদের কাছে স্লট হারাল মিঠাই!টিআরপি টপার জগদ্ধাত্রী না অনুরাগের ছোঁয়া?
ছবির গল্প মফঃস্বলের বউয়ের। যার ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন থাকলেও তা পূরণ হয় না। উল্টে ‘শখের দর্জি’তে পরিণত হয় সে। ছদ্মনামে নিজের কারিগরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে করতে একটা সময় বিপুল পরিচিতি পায়। তার কাছে আসতে থাকে বড় বড় কোলাবরেশনের অফার। ভালো আয়ও হতে থাকে। কিন্তু এসবের মাঝেও চলতে থাকে চেহারা নিয়ে কটাক্ষ। মোটা চেহারার জন্য বারবার কাঠগড়ায় তোলা হতে থাকে ফুল্লরাকে। এমন অবস্থায় সে কি কোনওদিন পারবে প্লাস সাইজ মডেল হতে? কীভাবেই বা করবে নিজের স্বপ্নপূরণ, তাই রয়েছে ফাটাফাটিতে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here