‘প্রথম রয়্যাল’, IPL জয়ী অধিনায়ককে শ্রদ্ধার্ঘ্য জানাল রাজস্থান রয়্যালস
২০০৮ সালে প্রথম আইপিএল তারকা মহাতারকাদের ভিড়ে একটা তুলনামূলক তরুণ, আনকোড়া খেলোয়াড়দের নিয়ে তৈরি দলকে স্বপ্ন দেখিয়েছিলেন, করেছিলেন প্রথম আইপিএল চ্যাম্পিয়ন। সেই রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করানো শেন ওয়ার্নের কৃতিত্বের কথা ইতিহাসের পাতায়।
আইপিএলে চার বছরে রাজস্থান রয়্যালসের হয়ে ৫৫ ম্যাচ খেলেছিলেন শেন ওয়ার্ন। ৫৭টি উইকেট নেওয়ার পাশাপাশি ১৯৮ রানও করেছেন তিনি। তবে আজ সবটাই অতীত। থাইল্যান্ডে নিজের বাংলোয় সম্ভাব্য হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওয়ার্ন। অজি কিংবদন্তির অকালপ্রয়াণে শোকস্তব্ধ রাজস্থান রয়্যালস। আবেগঘন এক বার্তায় ওয়ার্নের দলের প্রতি অবদান এবং কৃতিত্বের স্মৃতিচারণা করে, তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানায় রাজস্থান রয়্যালস।
রাজস্থান রয়্যালস নিজেদের পোস্টে লেখে, ‘শেন ওয়ার্ন হল জাদুর নাম। প্রথম রয়্যাল, যিনি আমাদের বিশ্বাস করিয়েছিল অসম্ভব বলে কোনো কিছু নেই। একজন লিডার যিনি নিজের কথা রাখতে জানতেন, যে আন্ডারডগদের বিজেতা বানিয়েছিলেন। একজন মেন্টর যিনি যা স্পর্শ করেছেন, সবকিছুই সোনা হয়ে গিয়েছে। আমরা এই মুহূর্তে নিজেদের অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এটুকু জানি আজ পৃথিবীটা উনার দক্ষতা, উনার হাসি, উনার জীবনকে পুরোপুরি উপভোগ করার মনোভাব ছাড়া অনেকটাই গরিব। গোটা বিশ্বের অসংখ্য ভক্তদের মতো আমদের হৃদয়ও ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে।’
সবশেষে নিজেদের প্রথম এবং একমাত্র আইপিএল জয়ী অধিনায়ককে শ্রদ্ধা জানিয়ে রয়্যালসের তরফে লেখা হয়, ‘ওয়ার্নি, আপনি চিরকাল আমাদের অধিনায়ক, লিডার, রয়্যাল থাকবেন। শান্তিতে ঘুমোন কিংবদন্তি।’ খেলা ছেড়ে দেওয়ার পর দুই মরশুম আগেও রাজস্থানের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করেছেন ওয়ার্ন। নিঃসন্দেহে তাঁর ও রাজস্থানের মধ্যেকার সম্পর্কের রসায়ন ফ্রাঞ্চাইজির এই আবেগঘন পোস্ট, কিছুটা হলেও তুলে ধরে।
For all the latest Sports News Click Here