প্রথম ম্যাচ বাতিল,ইশানের পক্স,Syed Mushtaq Ali Trophy-তে নামার আগেই জেরবার বাংলা
বৃষ্টির জেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এখনও ২২ গজে নামতেই পারেননি লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। প্রথম ম্যাচ ছিল ঝাড়খণ্ডের বিরুদ্ধে। সেটা যথারীতি বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। দু’পয়েন্ট নিয়েই তাই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলা টিমকে। দ্বিতীয় ম্যাচ শুক্রবার ওড়িশার বিরুদ্ধে। আর এই ম্যাচে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলা টিম। প্রথম ম্যাচ খেলতে না পারার আফসোস যেমন রয়েছে, তেমনই রয়েছে মাঠে নেমে নিজেদের প্রমাণ করার আর্তি।
আরও পড়ুন: ভারতের জার্সিতে ব্যর্থ রুতু Syed Mushtaq Ali-তে ঝড় তুললেন,৫৯ বলে করলেন সেঞ্চুরি
এই টুর্নামেন্ট বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার কাছেও বড় চ্যালেঞ্জের। কারণ এটাই লক্ষ্মীর বাংলার কোচ হিসাবে প্রথম টুর্নামেন্ট। স্বাভাবিক ভাবেই তাঁর কাছে এই টুর্নামেন্টে বিশেষ। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ম্যাচটি বাতিল হলেও, শুক্রবার মাঠে নামার জন্য প্রস্তুত লক্ষ্মীর বাংলা। বাংলার কোচ বলেওছেন, ‘বৃষ্টির জন্য প্রথম ম্যাচ ভেস্তে গিয়েছিল। এই ম্যাচটি তাই কঠিন চ্যালেঞ্জ। যদিও এই পর্যায় কোনও ম্যাচই সহজ নয়। আমরাও তৈরি। নামার জন্য মুখিয়ে রয়েছে ছেলেরা। কালকের ম্যাচের দিকে তাকিয়ে আছি। নিজেদের সেরাটা দিতে হবে। শক্তিশালী ক্রিকেট খেলতে হবে।’
আরও পড়ুন: তীব্র ঝামেলা রায়ডু-জ্যাকসনের,শুরু নয়া বিতর্ক, হারল বরোদা
বাংলার টি-টোয়েন্টি দলে নাম নেই মনোজ তিওয়ারি এবং অনুষ্টুপ মজুমদারের। আসলে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মূলত তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বে সাদা বলের ক্রিকেটে শুক্রবার থেকে লড়াই শুরু হবে বাংলার। তবে এই ম্যাচে যদিও ইশান পোড়েলকে পাবে না বাংলা টিম। ইশানের পক্স হয়েছে।
এটা একটা ধাক্কা হলেও, খুব বেশি চিন্তিত নয় বাংলা শিবির। এতে বাংলার শক্তি খুব কমবে বলে মনে করা হচ্ছে না। ভারতীয় সাজঘরের অভিজ্ঞতা নিয়ে দলে ফিরেছেন মুকেশ কুমার। রয়েছেন আকাশ দীপও। ভারতীয় দলের হয়ে অভিষেক হওয়া শাহবাজ আহমেদও বাংলা দলে যোগ দিয়েছেন। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ভাল খেলার আত্মবিশ্বাস নিয়েই শুক্রবার মাঠে নামবে বাংলা।
For all the latest Sports News Click Here