প্রথম বাংলাদেশি হিসেবে ICC Ranking-র প্রথম ২০-তে ফারজানা, ইতিহাস নাহিদারও
মহিলা ক্রিকেটে আইসিসির ওডিআই তালিকায় এক নম্বর স্থানে ছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার বেথমুনি। এবার তাকে ছাড়িয়ে গেলেন ইংল্যান্ড তারকা ব্যাটার নাটালি স্কাইভার-ব্রুন্ট। তিনি ওডিআই ম্যাচে ব্যাটারদের মধ্যে এক নম্বর স্থান অর্জন করেছেন। এর সঙ্গে ব়্যাঙ্কিংয়ের ইতিহাস তৈরি করলেন বাংলাদেশের একজোড়া ক্রিকেটার।
স্কাইভার-ব্রুন্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্স করেন। ডান হাতি এই ব্যাটার ওডিআই ম্যাচের সিরিজে নিজের সেরা পারফরম্যান্স করেন। তিনি এই সিরিজে ১৩৫.৫০ গড়ে ২৭১ রান করেন। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার ৮০৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির মহিলা একদিনের ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার বেথ মুনিকে ছাড়িয়ে এই স্থান অর্জন করে নিয়েছেন তিনি।
মহিলা ক্রিকেটারদের মধ্যে বর্তমানে সবচেয়ে ব্যাটিং রেটিং অর্জন করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। তাঁর রেটিং পয়েন্ট ৮৭৮। তবে স্কাইভার ব্রুন্ট ব্যাটার এবং অলরাউন্ডার দুই হিসেবেই ওডিআই ক্রিকেটে এক নম্বর স্থানে রয়েছেন। ব্রুন্টের পরে দ্বিতীয় স্থান অর্জন করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাথু। আর তৃতীয় স্থানে নেমে এসেছেন মুনি। ১২তম স্থান অর্জন করেছেন হিদার নাইট। এছাড়াও ১৮ তম স্থানে রয়েছেন ড্যানি ওয়াটা। অ্যাশ গার্ডনার ২১তম স্থানে এসেছেন।
অন্যদিকে সদ্য শেষ হওয়া বাংলাদেশ এবং ভারতের ওয়ানডে সিরিজ ড্র অবস্থায় শেষ হবার পর বাংলাদেশের ব্যাটার নিজের আইসিসি র্যাঙ্কিং অনেক উন্নতি করেছেন। শেষ ম্যাচে ফারজানা হক অসাধারণভাবে সেঞ্চুরি করেন। ফারজানা সিরিজের তৃতীয় এবং শেষ খেলায় দুর্দান্ত ১০৭ রান করেন। এই রান ব্যাটারকে ১৯ নম্বর স্থান থেকে ১১ নম্বর স্থানে উঠিয়ে দেয়। তাঁর রেটিং পয়েন্ট ৫৬৫। এই অসাধারণ পারফরম্যান্সের পর তাঁর র্যাঙ্কিংয়ের উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির র্যাঙ্কিংয়ে ২০-র নিচে জায়গা করে নিয়েছেন তিনি। বোলারদের মধ্যে একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন সোফি একলেস্টোন।
ব্যাটিং এবং বোলিং এর সঙ্গে সঙ্গে অলরাউন্ডারদের র্যাঙ্কিংও প্রকাশ করেছে আইসিসি। সেখানেও উল্লেখযোগ্য স্থান করে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার নাহিদা আক্তার। বাঁহাতি এই স্পিনার পাঁচ ধাপ লাফিয়ে ১৯ নম্বর স্থানে এসেছেন। যা গত বছরের ডিসেম্বরে সালমা খাতুন ২০ নম্বর স্থানে পৌঁছানোর পরে এই তালিকায় যে কোনও বাংলাদেশি মহিলা ক্রিকেটারের হিসাবে সর্বোচ্চ র্যাঙ্কিং।
For all the latest Sports News Click Here