প্রথম প্লে-ব্যাক বাংলাদেশে! বহু বছর পর ফের ওপার বাংলার অ্যালবামে কুমার শানু
বলিউডের ‘মেলোডি কিং’ বললেই শ্রোতাদের মনে অবিংসবাদিতভাবে ভেসে ওঠে কুমার শানুর মুখ। হিন্দি তো বটেই, এছাড়াও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন তিনি। ১৯৮৭ সালে প্রথমবার বলিউডে কাজ শুরু করেছিলেন তিনি। তবে তারও আগে ১৯৮৫ সালে তিনি প্রথম প্লে-ব্যাক করেছিলেন বাংলাদেশে। এত বছর পর এবার ফের একবার বাংলাদেশের প্রজেক্টের জন্য গান গাইলন তিনি। ওপর বাংলার একটি ভিডিয়ো অ্যালবাম করছেন শানু।
প্রথমবার যখন বাংলাদেশের ছবিতে গান গেয়েছিলেন তখনও তিনি কুমার শানু হয়ে ওঠেননি। তখন তিনি স্রেফ কেদারনাথ ভট্টাচার্য। বাংলাদেশে শিবলি সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ ছবির গান ‘তিন কন্যা এক ছবি’ গেয়েছিলেন তিনি। তবে আদতে ওই গানটি নাকি গাওয়ার কথা ছিল অ্যান্ড্রু কিশোরের। তবে শেষমুহূর্তে তাঁকে না পাওয়া যাওয়াতে শিল্পী ঊষা উত্থুপ সংগীত পরিচালক আলম খানকে শানুর কথা বলেন। এইভাবেই মিলেছিল সুযোগ।
তাই বাংলাদেশ যে কুমার শানুর হৃদয়ের কাছের থাকবে, এতে আর আশ্চর্যের কী! তবে কেরিয়ারে বিরাট ব্যস্ততা থাকার দরুণ ওপর বাংলার কোনও প্রজেক্টে বহু বছর কাজ করে উঠতে পারেননি তিনি। তবে ২০১৬ সালে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির জন্য গেয়েছিলেন ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’ গানটি। তবে নানান সমস্যা ও অতিমারির কারণে সেই ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলাদেশে। শানুর গাওয়া গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
তবে এ বার আর ছবির জন্য নয়, তাঁর গাওয়া একটি গানের ভিডিয়ো অ্যালবাম তৈরি হচ্ছে। গানের নাম, ‘চল আরো এক বার’।গানের কথা ও সুর পল্লব গৌতমের। পরিচালনার দায়িত্বে রয়েছেন এম এইচ রিজভি। শ্যুটিংয়ে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় ও রিজভি। সঙ্গে আছেন শিল্পী স্বয়ং। ভারতের মানালিতে গানের ভিডিয়োর শ্যুটিং হয়েছে। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে এই মিউজিক ভিডিও অ্যালবাম।
For all the latest entertainment News Click Here