প্রথম পূর্ণদৈর্ঘ্যের ফিচার ছবি পরিচালনায় কায়োজ, ছেলের জন্য আবেগঘন পোস্ট বোমানের
পরিচালকের আসনে অভিনেতা বোমান ইরানির পুত্র কায়োজ ইরানি। পরিচালক হিসাবে তাঁর প্রথম ফিচার ফিল্মের কাজ শুরু করবেন বোমান পুত্র। তার আগেই শুভেচ্ছা বার্তা দিয়ে নেটমাধ্যমের পাতায় পুত্র কায়োজের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা বোমান।
ইনস্টাগ্রামের পাতায় কায়োজের সঙ্গে শেয়ার করা ছবিতে বোমান এবং স্ত্রী জেনোবিয়াকে দেখা গিয়েছে। কায়োজেকে আলিঙ্গন করছেন বোমান এবং তাঁর মা জেনোবিয়া। অপর ছবিতে মায়ের সঙ্গে কথোপকথনে মগ্ন কায়োজে। ছবিগুলি নেটমাধ্যমের পাতায় শেয়ার করে বোমান লেখেন, ‘আমেদের ছেলে কায়ো আজ থেকে তাঁর ফিচার ফিল্ম পরিচালনার কাজ শুরু করল। আশীর্বাদ তোমায়। শ্যুটিংয়ের প্রথম দিনের ছবি আমাদের পাঠিও’।
বোমানের বন্ধু এবং ফিল্ম ইন্ডাস্ট্রির সহকর্মীরা পোস্টে অভিনেতা পুত্রকে অঢেল শুভেচ্ছা জানিয়েছেন। ভিকি কৌশল, কোরিওগ্রাফার-পরিচালক ফারহা খান, অনিল কাপুর, দিয়া মির্জা,নীল নিতিন মুকেশ, সাবা আলি পতৌদি, অভিনেতা জিতেন্দ্র যোশি, প্রযোজক শাবিনা খান সহ আরও অনেকেই কায়োজকে শুভেচ্ছা জানিয়েছেন। আরও পড়ুন: ‘জীবনের সবথেকে সুন্দর পর্যায়’, মাতৃত্ব কেমন উপভোগ করছেন? অকপট আলিয়া ভাট
এর আগে নেটফ্লিক্স অ্যান্থলজি ‘আজিব দাস্তান’ থেকে ‘আনকাহি’ পরিচালনা করেছেন কায়োজ। এতে প্রধান চরিত্রে ছিলেন শেফালি শাহ এবং মানব কৌল। কায়োজে ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানের পাশাপাশি অভিনেতা হিসাবে উপস্থিত ছিলেন।
ধর্মা প্রোডাকশন একাধিক ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন কায়োজ। এএনআই-এর এক প্রতিবেদন অনুসারে, ধর্মা প্রোডাকশনের ব্যানারে একটি পূর্ণদৈর্ঘ্যের ফিচার ছবি পরিচালনা করছেন কায়োজ। তাঁর পরিচালিত ছবিতে নায়িকা হতে পারেন জাহ্নবী। রোম্যান্টিক কমেডি ছবি হওয়ার কথা রয়েছে এটি। জাহ্নবীর বিপরীতে কোন অভিনেতাকে দেখা যাবে, তা এখনও অস্পষ্ট।
For all the latest entertainment News Click Here