প্রথম দেখাতেই রাজকুমারকে জঘন্য মানুষ ভেবেছিলেন প্রেমিকা পত্রলেখা! কেন জানেন?
সম্প্রতি, দ্য কপিল শর্মা শো-তে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রাজকুমার রাও। বলি-অভিনেতাকে সঙ্গ দিতে দেখা গেছে তাঁর ‘হাম দো হামারে দো’ ছবির সহ-অভিনেত্রী কৃতি শ্যাননকে। মূলত এই ছবির প্রচার সারতেই কপিলের শো-তে উপস্থিত হয়েছিলেন এই দুই বলি-তারকা। শো-তে উপস্থিত হয়ে যথারীতি হোস্ট কপিলের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে ওঠেন তাঁরা। হাসি ঠাট্টা চলার ফাঁকে রাজকুমার অভিনীত একাধিক ছবির চরিত্র নিয়ে তাঁর পিছনে লাগলেন কপিল। প্রেমিকা তথা বলি-অভিনেত্রী পত্রলেখার ব্যাপারেও অজানা, মজার গল্প বলতে ভোলেননি ‘নিউটন’ ছবির নায়ক। একবার তো বলেই ফেললেন পরিচয় হওয়ার আগে তাঁকে অত্যন্ত নীচ এবং জঘন্য প্রকৃতির মানুষ হিসেবে মনে করতেন পত্রলেখা!
এরপর একথা সেকথার ফাঁকে মুখে ছদ্ম কৌতূহল ফুটিয়ে মজাদার ভঙ্গিতেই রাজকুমারের উদ্দেশে কপিল প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, ‘আচ্ছা, মেড ইন চায়না ছবিতে মানুষজনের বৈবাহিক জীবন আরও সুন্দর ও মধুময় করার জন্য আপনাকে দেখা গেছিল টাইগার স্যুপ বিক্রি করতে। আবার হাম দো হামারে দো ছবিতে বিয়ে করার জন্য নকল পরিবারের ব্যবস্থা করতেও দেখা গেছে আপনাকে। আচ্ছা আপনার ব্যাপারটা কী বলুন তো? এইসব ধরণের চরিত্রে অভিনয়ের সুযোগ আপনার কাছে কী কাকতালীয়ভাবেই আসে না বিবাহোত্তর জীবনে একটি পুরুষকে যে নানান ধরণের সমস্যার কবলে পড়তে হয় তেমন ধরণের পুরুষ হিসেবে আপনাকে দুর্দান্ত মানিয়ে যায় বলে মনে করেন পরিচালকরা? এর মধ্যে ঠিক কোন ব্যাপারটা সঠিক?’ কপিলের কথা শেষ হতে না হতেই জোরে হেসে ওঠেন রাজকুমার। কোনওরকমে হাসি থামিয়ে ঘুরিয়ে বলি-তারকার জবাব, ‘দেখুন, আমার এখনও পর্যন্ত বিয়ে হয়নি। তাই মানুষজন হয়ত চাইছে বিয়ের পর যে যে সমস্যায় একজন পুরুষ পড়তে পারে তার সবকটির সঙ্গেই আমার পরিচয় হয়ে যাক এসবের মাধ্যমে।
ছবিতে তাঁর অভিনীত চরিত্রের প্রসঙ্গেই রাজকুমারের মুখে উঠে আসে দীর্ঘ বছরের প্রেমিকা পত্রলেখার কথাও। বলি-অভিনেতার কথাতেই জানা যায় প্রথম আলাপে রাজকুমারকে একজন অত্যন্ত নিচ এবং জঘন্য প্রকৃতির মানুষ হিসেবে ভেবে রেখেছিলেন পত্রলেখা। সৌজন্যে, ‘লাভ সেক্স অউর ধোঁকা’ ছবিতে রাজকুমার অভিনীত চরিত্র। পরিস্থিতি এমন ছিল যে তাঁর সঙ্গে কথাই ঠিক করে বলছিলেন না বলি-অভিনেত্রী। অবশ্য এরপর একবার কথা শুরু হওয়ার পর পরস্পরের ভালো লেগে যায় পরস্পরকে। সেখান থেকে প্রেম। অন্যদিকে, আলাপ হওয়ার আগে পত্রলেখাকে এক বিজ্ঞাপনে দেখে ভালো লেগে গেছিল ‘ওমের্তা’ ছবির নায়কের।
বলিপাড়ায় জোর গুজব, চলতি মাসেই হয়ত ছাদনাতলায় বসতে চলেছে এই দুই বলি-ব্যক্তিত্ব। সেই ইঙ্গিত দিয়েই কপিল প্রশ্ন তোলেন, ‘তা দুজন শুধু পরস্পরের ছবিই দেখছেন নাকি একসঙ্গে থাকার জন্য ঘরও খুঁজছেন?’ হাসতে হাসতে লাজুক স্বরে রাজকুমারের জবাব, ‘ না না খুঁজছি। ঘরের সন্ধান চলছে’।
For all the latest entertainment News Click Here