প্রথম দিন ফাটিয়ে ব্যবসা ‘ভোলা’র,তাবুর হাত ধরে ভাগ্যবদল হবে পরিচালক অজয়ের?
পরিচালক হিসাবে আজ পর্যন্ত হিট ছবি দর্শকদের উপহার দিতে ব্যর্থ অজয় দেবগণ। ‘ভোলা’ আগে তিনটি ছবি পরিচালনা করেছেন অজয়। ‘ইউ মি অউর হাম’, ‘শিবায়’, ‘রানওয়ে ৩৪’– প্রত্যাশা জাগালেও বক্স অফিসে হিটের তকমা পেতে ব্যর্থ এই তিন ছবি। কিন্তু ‘লাকি চার্ম’ তাবুর হাত ধরে অবশেষে কি ফ্লপ ডিরেক্টরের তকমা কাটাতে চলেছেন অজয়? ‘ভোলা’র প্রথম দিনের বক্স অফিস কালেকশন সেই আশা জাগালো।
‘দৃশ্যম ২’-এর সাফল্যের পর বক্স অফিসে ফের একসঙ্গে অজয়-তাবু। বৃহস্পতিবার ‘রামনবমী’র দিন দেশজুড়ে মুক্তি পেয়েছে এই অ্যাকশন থ্রিলার। তামিল ছবি ‘কাইথি’র রিমেক ‘ভোলা’। বক্স অফিসে মুক্তির প্রথম দিন ১১.২০ কোটি টাকা আয় করে নিল এই ছবি।
আরও পড়ুন- ‘সোজা গিয়ে বুম্বাদার পায়ে…আমার কেরিয়ার শেষ’, প্রকাশ্যে কেন কেঁদেছিলেন যিশু?
ছবির প্রথম দিনের আয়ের হিসাব-নিকাশ শেয়ার করে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করেন, ‘প্রথম দিন বক্স অফিসে ভোলার পারফর্ম্যান্স সন্তোষজনক। ভালোরকম স্পট বুকিং হয়েছে, সন্ধ্যায় বিশেষত টিকিট বিক্রির হার বেড়েছে সকালের তুলনায়। বৃহস্পতিবার মোট আয় ১১.২০ কোটি টাকা (ভারতে)।’ এই ছবি মাল্টিপ্লেক্সের তুলনায় সামান্য এগিয়ে সিঙ্গল স্ক্রিনে, দেশের তিনটি মাল্টিপ্লেক্স চেন থেকে এই ছবি প্রথম দিন ৫.২০ কোটি টাকা আয় করেছে।
এই ছবিতে অজয়-তাবু ছাড়াও দেখা মিলল দীপক ডোবরিয়াল, সঞ্জয় মিশ্রা, মরকন্দ দেশপাণ্ডে, কিরণ কুমার, রাই লক্ষ্মী, আমলা পলরা। এই ছবিতেও ফের একবার খাঁকি উর্দিতে ধরা দিয়েছেন তাবু। অন্যদিকে ‘কয়েদি’ হিসাবে দেখা মিলেছে অজয়ের। একরাতের গল্প ‘ভোলা’, মূলত অজয়কে নিয়েই সাজানো গোটা ছবির প্রেক্ষাপট। ছবি নিয়ে এক সাক্ষাৎকারে অজয় জানান, ‘কোনও কারণ ছাড়া অ্যাকশন করলে উলটো দিক থেকে কোনও রি-অ্যাকশন পাওয়া কার্যত অসম্ভব, তাই সেই ছবির অ্যাকশন যতই ভালো হোক না কেন তা চলবে না। আমার কাছে মাস ছবি আর ফ্যামিলি ছবি বলে কিছু হয় না, যেই ছবির ইমোশন দর্শকদের মন ছুঁতে সফল হবে সেটা হিট হবে। কারণ আবেগ হল একটা সার্বজনীন বিষয়’।
হিন্দুস্তান টাইমসের রিভিউতে অনুসারে, ‘ভোলা ঝলঝকে ছবি, কিন্তু ক্ষেত্র বিশেষে অর্থহীন ডার্ক থ্রিলার। এই ছবি আপনার শরীরে অ্যাড্রেনালিন রাশ দিতে বাধ্য, তবে যদি এই গল্পের মধ্যে কোনওরকম অর্থ খুঁজতে যান তাহলে আপনি হতাশ হবেন। তামিল ছবি ‘কাইথি’ (২০১৯)-র হিন্দি রিমেক ভোলা একইরকম ম্যাজিক তুলে ধরতে অনেক দিক দিয়েই ব্যর্থ। এই ছবির অনেক খামতি রয়েছে। তবে পরিচালকের আসনে বসে অজয় দেবগণ আবার ‘লার্জার দ্যান লাইফ’ অ্যাকশন সিকুয়েন্স পর্দায় সাফল্যের সঙ্গে তুলে ধরেছেন। এই ধরণের অ্যাকশন হিন্দি ছবিতে বিরল’।
আরও পড়ুন- ত্রিশূল হাতে শত্রু নিধনে মত্ত ‘ভোলা’ অজয়, খাকি উর্দিতে মারকাটারি তাবু!
For all the latest entertainment News Click Here