প্রথম দিন থেকেই বল স্পিন করুক- ঘরের মাঠে সুবিধে নেওয়ার পরামর্শ রবি শাস্ত্রীর
শুভব্রত মুখার্জি: হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। তার পরেই বর্ডার-গাভাসকর ট্রফির লড়াইয়ে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া দুই দল। নাগপুরে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। ৯ ফেব্রুয়ারি নাগপুরের প্রথম টেস্ট শুরুর আগে দুই দল কঠোর অনুশীলনে ব্যস্ত। চার ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই এবার এই সিরিজ নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, আমি চাই প্রথম টেস্টের প্রথম দিন থেকেই বল স্পিন করুক।
আরও পড়ুন: কিছু বছরে বন্ধ হতে পারে অনেক T20 লিগ, সতর্কবার্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের
প্রসঙ্গত মাত্র কয়েক দিন আগেই প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল স্পোর্টিং উইকেটের পক্ষে সওয়াল করেছিলেন। তাঁর মত ছিল, পিচ প্রস্তুতকারকদের স্বাধীনতা দেওয়া হোক, যাতে করে বিশ্বের যে কোন প্রান্তেই টেস্টে স্পোর্টিং পিচ বানানো সম্ভব হয়। তবে রবি শাস্ত্রী আবার এর সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেছেন। তিনি চান, পিচ হোম টিমের সহায়ক হোক। ফলে ভারতে খেলা, তাই তিনি চান, স্পিন সহায়ক পিচ হোক।
স্টার স্পোর্টস আয়োজিত এক আলোচনা সভায় রবি শাস্ত্রী বলেছেন, ‘আমি চাই প্রথম দিন থেকেই বল স্পিন করুক। তুমি যদি টস হেরেও যাও, কোন ক্ষতি নেই। সব সময়ে চাইব ,প্রথম দিন থেকেই বল অল্প অল্প করে স্পিন করুক। পাশাপাশি আমি চাই, প্রথম দিন থেকে পিচে যাতে বোলাররা সুবিধে পায়। এটাই তো (স্পিন) আমাদের শক্তি। আমরা ঘরের মাঠে খেলছি। এই সুবিধাটা তো আমাদের নিতেই হবে, তাই না!’
আরও পড়ুন: টেস্টে দ্বিশতরান করতে চন্দ্রপলের লেগেছিল ১৩৬ ইনিংস, ছেলে ৫ ইনিংসেই বাজিমাত করলেন
উল্লেখ্য, ওই অনুষ্ঠানেই ইয়ান চ্যাপেল বলেন, ‘পিচ নিয়ে অনেক আজেবাজে কথা বলা হচ্ছে। আমি চাই, পিচের বিষয়ে মতামত দেওয়ার ক্ষমতা (পিচ কেমন হবে বা হবে না) একমাত্র পিচ প্রস্তুতকারকেরF থাকুক। আমি চাই না, এই বিষয়ে কথা বলার অধিকার ক্রিকেটার, ম্যানেজার, কোচ কারও থাকুক। আমাদের লক্ষ্য হওয়া উচিত, একটা ভালো পিচ প্রস্তুত করা। পিচ প্রস্তুতকারক নিজে একজন খেলোয়াড় হলেও, নিশ্চয় এটাই চাইবেন, যাতে একটি ভালো পিচ প্রস্তুত করা যায়।’
For all the latest Sports News Click Here