‘প্রথম ডেটে সেক্স করাই যায়’, ওরাল সেক্স না চিজ—কোনটা সহজে ছাড়বেন প্রিয়াঙ্কা?
বেজায় ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পর এখন হলিউড কাঁপাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। আক্ষরিক অর্থেই বলিউডের ‘গ্লোবাল স্টার’ তিনি। পশ্চিমী দুনিয়ায় যে সাফল্য অর্জন করেছেন ‘দেশি গার্ল’ তা অনেকের কাছেই স্বপ্ন। তবে সম্প্রতি নায়িকা খোলসা করেছেন কেরিয়ারের চেয়ে এখন মেয়ে মালতি অনেকবেশি জরুরি তাঁর কাছে। মেয়ের জন্য কেরিয়ার জলাঞ্জলি দিতেও একবাক্যে প্রস্তুত তিনি। পরিবার যে সবসময়ই প্রিয়াঙ্কার কাছে গুরুত্বপূর্ণ তাঁর প্রমাণ সবসময়ই দিতে থাকেন নায়িকা। শত ব্যস্ততার মধ্য়েও শনিবার ভোরে ভারতে উড়ে এসেছেন অভিনেত্রী। বোন পরিণীতি চোপড়ার আংটি বদলের অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন তাঁর প্রিয় ‘মিমিদিদি’।
সদ্যই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা অভিনীত হলিউড ছবি ‘লাভ এগেন’। এই প্যাশনেট প্রেম কাহিনিতে স্যাম হিউগ্যানের সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে নিক ঘরণীকে। ছবির প্রচারে এক ইঞ্চিও জমি ছাড়ছেন না দুজনে। সম্প্রতি জনপ্রিয় টক শো ‘ওয়াচ হোয়াট হ্যাপনেস উইথ অ্যান্ডি কোহেন’ (Watch What Happens With Andy Cohen)-এ হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা-স্যাম। সেখানেই সঞ্চালকের কিছু সাহসী প্রশ্নের অকপট জবাব দিলেন অভিনেত্রী। সেক্স বা যৌনতা নিয়ে খুল্লমখুল্লা মতামত দিলেন প্রিয়াঙ্কা। সঞ্চালক ‘বিএফএফ টেস্ট’ নিলেন ‘লাভ এগেন’ জুটির। সেখানেই প্রিয়াঙ্কার মত, ‘প্রথমবার ডেটে গিয়ে সঙ্গীর সঙ্গে সেক্স করায় আমি আপত্তিজনক কিছু দেখি না। ঠিক আছে, হতেই পারে’। তোমার প্রতি দুর্বলতা রয়েছে এমন কাউকে ভুল ফোন নম্বর দেওয়ার মধ্যেও খারাপ কিছু দেখেন না দেশি গার্ল।
ওরাল সেক্স না চিজ—কোনটা জীবন থেকে আগে বিদায় নিলে সমস্যা হবে না? এই প্রশ্ন শুনে হেসে খুন প্রিয়াঙ্কা। শেষে বলে উঠেন, ‘ওরাল সেক্স আর চিজ— এই দুটোর একসঙ্গে অবস্থানের ব্যাপারটা আমার বেশ ভালো লাগছে।’ পরে কো-স্টার স্যামের সঙ্গে সুর মিলিয়ে বলেন ওরাল সেক্স নয়, চিজই আগে ছাড়তে চাইবেন তিনি।
বিখ্য়াত হওয়ার পরেও কি পার্টনারকে নগ্ন ছবি পাঠানো ঠিক? প্রিয়াঙ্কার জবাব, ‘হ্যাঁ, একদম। লিভ ইট আপ (আনন্দে বাঁচো)’। আর সঙ্গীর সামনে বাতকর্ম করা? মুচকি হেসে জবাব, ‘না, অপেক্ষা করা উচিত। আমার বিশ্বাস আমি আজ পর্যন্ত এমনটা করিনি।’
২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা-বাবা হন নিক-প্রিয়াঙ্কা। সংসার, সন্তান আর কেরিয়ার– তিনটেই সমানতালে সামলাচ্ছেন প্রিয়াঙ্কা। গত মাসে মুক্তি পেয়েছে নায়িকার ওয়েব সিরিজ ‘সিটাডেল’। ‘লাভ এগেইন’-মুক্তি পেয়েছে গত ৫ই মে। শীঘ্রই ‘জি লে জারা’র শ্যুটিং-এ ভারতে আসবেন দেশি গার্ল। তাঁর বলিউডে ফেরার অপেক্ষায় অনুরাগীরা
For all the latest entertainment News Click Here