প্রথম টেস্ট সেঞ্চুরি কাইলের, ধরাশায়ী হওয়ার অপেক্ষায় টেস্টের বিশ্বচ্যাম্পিয়নরা
প্রথম টেস্টের ব্যর্থতা থেকে যথাযথ শিক্ষা নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পালটা লড়াইয়ে ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট জয়ের গন্ধ পাচ্ছে প্রোটিয়ারা।
দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটে-বলে রীতিমতো জমাট দেখায়। বিশেষ করে দুই নবাগত ব্যাটসম্যানের দাপটে জয়ের সম্ভাবনা তৈরি করে তারা। প্রথম ইনিংসে সারেল এরউই ও দ্বিতীয় ইনিংসে কাইল ভেরেইন তাঁদের টেস্ট কেরিয়ারের প্রথম শতরান করেন। কাগিসো রাবাদা বল হাতে দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দেওয়া ছাড়াও ব্যাট হাতে কার্যকরী অবদান রাখেন।
দক্ষিণ আফ্রিকার ৩৬৪ রানের জবাবে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করে ২৯৩ রানে। ৭১ রানের লিড হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তারা তৃতীয় দিনের খেলা শেষ করে ৫ উইকেটে ১৪০ রান তুলে। তার পর থেকে খেলতে নেমে চতুর্থ দিনে প্রোটিয়ারা তাদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ৯ উইকেটে ৩৫৪ রান তুলে। সুতরাং, প্রথম ইনিংসের খামতি মিলিয়ে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪২৬ রানের।
উইকেটকিপার কাইল ভেরেইন দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সব থেকে বেশি ১৩৬ রান করে অপরাজিত থাকেন। কাগিসো রাবাদা করেন ৪৭ রান। এছাড়া রাসি ভ্যান ডার দাসেন ৪৫ ও উইয়ান মাল্ডার ৩৫ রানের যোগদান রাখেন। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও নেইল ওয়াগনার।
শেষ ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড চতুর্থ দিনের শেষে ৪ উইকেটের বিনিময়ে ৯৪ রান তুলেছে। ৬০ রানে অপরাজিত রয়েছেন ডেভন কনওয়ে। ২৪ রান করে আউট হয়েছেন ডারিল মিচেল। ২টি করে উইকেট নিয়েছেন রাবাদা ও কেশব মহারাজ। জয়ের জন্য শেষ দিনে নিউজিল্যান্ডের দরকার ৩৩২ রান। টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৬টি উইকেট।
For all the latest Sports News Click Here