প্রথম ইংরেজ বোলার হিসেবে অ্যাশেজে ইতিহাস ব্রডের, ৩৭ বছরেও দিনে বল করলেন ২০ ওভার!
শুভব্রত মুখার্জি: চলতি অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টের লড়াই চলছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে। দ্বিতীয় দিনে একেবারে টানটান উত্তেজনার লড়াইয়ের সাক্ষী থাকেন দর্শকরা। দুই দল ইতিমধ্যেই তাদের প্রথম ইনিংস খেলে ফেলেছে। ইংল্যান্ডের থেকে মাত্র ১২ রানে এগিয়ে রয়েছে অজিরা। আর চলতি পঞ্চম টেস্টেই এক অনন্য নজির গড়ে ফেলেছেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে অ্যাশেজের ইতিহাসে ১৫০ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি।
শুক্রবার ২০ ওভার বল করেছেন করেছেন টেস্টে ৬০০ উইকেট পাওয়া ক্লাবের নবতম সদস্য স্টুয়ার্ট ব্রড। দিয়েছেন ৪৯ রান। আর তুলে নিয়েছেন দুটি উইকেট। যার মধ্যে আবার পাঁচটি মেডেন ওভারও রয়েছে। উসমান খোয়াজা এবং ট্রেভিস হেডকে এই ইনিংসে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন তিনি। আর ট্রেভিস হেডের উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই গড়ে ফেলেছেন এই অনন্য নজির। ওপেনার উসমান খোয়াজাকে ৪৭ রানে এলবিডব্লিউ আউট করে দেন ব্রড। ট্রেভিস হেডকে মাত্র চার রানে প্যাভিলিয়নের রাস্তা দেখান তিনি। ব্রডের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান হেড। প্রসঙ্গত, ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৮৩ রানের জবাবে অজিদের প্রথম ইনিংস শেষ হয় ২৯৫ রানে। অর্থাৎ ১২ রানের লিড পেয়েছে প্যাট কামিন্স বাহিনী।
এখন পর্যন্ত ৪০টি অ্যাশেজ টেস্টে খেলেছেন ব্রড। তাঁর ঝুলিতে রয়েছে ১৫১টি উইকেট। গড় মাত্র ২৮.৮১। অ্যাশেজ ইতিহাসে তাঁর সেরা বোলিং ১৫ রান দিয়ে আট উইকেট নেওয়া। যার মধ্যে রয়েছে আবার ছয়বার ইনিংসে চার উইকেট নেওয়ার নজিরও। পাশাপাশি আটবার ইনিংসে পাঁচ বা তাঁর বেশি উইকেট নিয়েছেন তিনি। অ্যাশেজের ইতিহাসে ব্রড এই মুহূর্তে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। দ্বিতীয় স্থানে রয়েছেন গ্লেন ম্যাকগ্রাথ। তিনটি টেস্ট ম্যাচ খেলে তিনি নিয়েছিলেন ১৫৭টি উইকেট। তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ছিল ইনিংসে ৩৮ রান দিয়ে নেওয়া আট উইকেট।
প্রথম স্থানে রয়েছেন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। ৩৬টি ম্যাচ খেলে নিয়েছিলেন ১৯৫ টি উইকেট। তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ৭১ রান দিয়ে আট উইকেট। টেস্টে ব্রড এই মুহূর্তে ১৬৭ টি ম্যাচ খেলে নিয়েছেন ৬০২ টি উইকেট। গড় ২৭.৬৩। টেস্টে এক ইনিংসে ২০ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি ম্যাচে তিন বার ১০ টি উইকেটও নিয়েছেন তিনি। চলতি অ্যাশেজে এখন পর্যন্ত ২০ টি উইকেট নিয়েছেন তিনি। গড় ২৭.৬৫। সেরা বোলিং পারফরম্যান্স ৬৫ রানে চার উইকেট।
For all the latest Sports News Click Here