প্রথমে ব্য়াট করাটাই প্লাস পয়েন্ট হয়ে যায়- LSG-র বিরুদ্ধে জিতে অকপট RCB অধিনায়ক
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি বলেন, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করাটা গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছিল। আরসিবি ১৮ রানে এলএসজি-কে হারিয়ে ২০২৩ আইপিএলের পয়েন্ট টেবলে পঞ্চম স্থানে উঠে এসেছে।
ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় বক্তব্য রাখতে গিয়ে ডু’প্লেসিস বলেন যে, বিরাট কোহলির সঙ্গে তাঁর পার্টনারশিপ ছিল ম্যাচের জয়ের মূল চাবিকাঠি। দুই আরসিবি ওপেনার ওপেনিং জুটিতে ৬২ রানের পার্টনারশিপ গড়েন। যা আরসিবি-কে ৯ উইকেটে ১২৬ রানে পৌঁছতে সাহায্য করে।
ম্যাচের পর ডু’প্লেসি বলেছেন, ‘চিন্নাস্বামীর সম্পূর্ণ বিপরীত ছিল এটি। আমি মনে করি, প্রথম ছয় ওভারে যে পঞ্চাশ রানের পার্টনারশিপ ছিল, সেটাই ম্যাচ জেতানোর মূলে ছিল।’
আরও পড়ুন: এগিয়ে যাচ্ছেন যশস্বীরা,ফের ব্যর্থ হয়ে ব্যাট দিয়ে নিজেকেই আঘাত করলেন ইশান
তিনি আরও বলেন যে এই মাঠে প্রথমে ব্যাটিং করা গুরুত্বপূর্ণ ছিল। তিনি যোগ করেছেন যে, ফ্যাফ তাঁর দলকে বলেছিলেন, উইকেটের চরিত্র অনুযায়ী ১২৬ রান একটি ম্যাচ জয়ী স্কোর। এবং লখনউকে ১ বল বাকি থাকতে ১০৮ পানে অলআউট করে আরসিবি। এবং ১৮ রানে তারা ম্যাচটি জিতে নেয়।
ডু’প্লেসি যোগ করেছেন, ‘আমি মনে করি, এখানে প্রথমে ব্যাট করা গুরুত্বপূর্ণ ছিল। পাশাপাশি আমার মনে হয়েছিল, ১৩৫ একটি ভালো স্কোর হবে। আমি এবং ডিকে বলছিলাম, ১৩৫ সত্যিই একটি ভাল স্কোর। তবে আমাদের রান মাঠে নেমে তাড়া করে জেতাটা এই উইকেটে কঠিন ছিল। আমি মাঠে নামার আগে ছেলেদের বলেওছিলাম যে, উইকেটের প্রকৃতির কারণে এটিকে ম্যাচ জেতানো স্কোর বলে মনে করছি।’
আরও পড়ুন: প্লেয়ার বাছাই নিয়ে অসন্তুষ্ট DC ম্যানেজমেন্ট, সৌরভ-পন্টিংদের চাকরি থাকবে তো?
জোশ হ্যাজলেউডের প্রশংসা করতে গিয়ে ফ্যাফ বলেছেন, বোলিং আক্রমণে সংযম এনেছেন শান্ততা এবং সংযম এনেছেন দক্ষিণ আফ্রিকার পেসার। পাশাপাশি স্পিনার কর্ণ শর্মার প্রশংসা করেছেন ফ্যাফ। বলেছেন, তিনি এলএসজির বিপক্ষে অবিশ্বাস্য ছিলেন। কর্ণ মাত্র ২০ রান দিয়ে দুটি উইকেট নেন। আর হ্যাজেলেউড মাত্র ১৫ রান দিয়ে দু’টি উইকেট নেন।
আরসিবি অধিনায়ক বলেছেন, ‘কর্ণের জন্য আমি খুব খুশি। ও সেই ক্রিকেটারদের মধ্যে একজন, যারা সব সময় কঠোর পরিশ্রম করে। তবে সব সময়ে স্বীকৃতি পায় না। এ দিন রাতে ও অবিশ্বাস্য ছিল। তা ছাড়া হ্যাজেলেউডকে দলে ফিরে পাওয়াটা দারুণ। ও বোলিং আক্রমণে সংযম নিয়ে এসেছে।’
লখনউতে এলএসজিকে পরাজিত করার পরে, আরসিবি-র পরের লক্ষ্য দিল্লি ক্যাপিটালসকে বধ করা। যে ম্যাচটি ৬ মে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
For all the latest Sports News Click Here