প্রথমে ফাঁক খুঁজে পাচ্ছিলাম না, হার্দিক মারা শুরু করলে, আমিও হাত খুলি-অকপট কোহলি
শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপে রবিবার মেলবোর্নে এক টানটান উত্তেজনাময় ম্যাচের সাক্ষী থেকেছে ক্রিকেট সমর্থকরা। ভারত বনাম পাকিস্তান মহারণের আনন্দ চেটেপুটে উপভোগ করতে মাঠেই উপস্থিত ছিলেন ৯০ হাজারেরও বেশি সমর্থক। আর টিভির পর্দায় চোখ রেখেছিলেন কয়েক কোটি মানুষ। শেষ বলে গিয়ে ফয়সালা হয়েছিল ম্যাচের। চার উইকেটে পাকিস্তানকে হারায় ভারতীয় দল। ম্যাচটি কার্যত একার হাতে ভারতকে জিতিয়ে দেন বিরাট কোহলি। ৫৩ বলে তাঁর করা অপরাজিত ৮২ রান পার্থক্য গড়ে দেয় দুই দলের মধ্যে। তবে ইনিংসের প্রথম দিকে বেশ ধীরে খেলছিলেন তিনি। সেই প্রসঙ্গে বলতে গিয়েই বিরাট জানান, ‘ভাবছিলাম গ্যাপ খুঁজে পাচ্ছি না। এটা কী করছি আমি! আমি কি ম্যাচটাই নষ্ট করে ফেলছি!’
আরও পড়ুন: নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিককে,অক্ষরের বদলে হয়তো যুজি
চলতি টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিরাট বলেন, ‘যখন আমি ২১ বলে ১২ রানে ব্যাট করছি, তখন আমার মনে হচ্ছিল আমি কি ম্যাচটা নষ্ট করে ফেলছি? আমি তো গ্যাপে বল মারতেই পারছি না। এটা কি করছি আমি! তবে তোমার যখন অভিজ্ঞতা থাকে, তখন বোঝা যায়, দীর্ঘক্ষণ ধরে ব্যাট করার প্রয়োজনীয়তা। ভারতের হয়ে খেলার সময়ে সারাক্ষণ এটাই আমার দায়িত্ব ছিল বলা চলে। কারণ আমি জানি ইনিংসের শেষের দিকে সব সময়ে আমি পাওয়ার হিটিং করতে সমর্থ।’
আরও পড়ুন: কোহলির মেলবোর্নের ইনিংস নয়,যুবির এক বিশেষ ইনিংসকে এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন কোচ
এ ছাড়াও সতীর্থ হার্দিক পান্ডিয়ার ভূয়সী প্রশংসা করেন তিনি। উল্লেখ্য পান্ডিয়ার সঙ্গেই জুটি বেঁধে বিরাট ১১৩রান যোগ করেছিলেন। বিরাট বলেন, ‘সত্যি বলতে আমি একটা সময়ে ব্যাটিংয়ে যথেষ্ট চাপ অনুভব করছিলাম। তার পরেই ও (হার্দিক) উইকেটে আসে। এসেই বেশ কিছু বাউন্ডারি মারে। ফলে ম্যাচটা কিছুটা ওপেন হয়। আমি নিজেও কিছুটা খুলে যাই। পার্টনারশিপে আমরা বুঝতেই পারিনি যে, কখন আমরা শতরান পেরিয়ে গিয়েছি। আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম। আমরা উইকেটের মাঝে জোরে দৌড়ানোর চেষ্টা করেছি। বিপক্ষের শরীরি ভাষার উপর নজর রেখেছি। আমরা জানতাম, খেলা একটা না একটা সময়ে ঘুরবেই। সত্যি বলতে অনেকটা দেরিতে ঘুরেছে খেলা। আরো একটু আগে ভাল হত।’
For all the latest Sports News Click Here