‘প্রথমে উনি আমাকে বুঝে উঠতে পারতেন না…’, দীপিকার মায়ের প্রসঙ্গে বললেন রণবীর
২০১৮-র ১৪ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েছিল ‘দীপবীর’। দেখতে দেখতে বিয়ের পর প্রায় সাড়ে ৪ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন রণবীর-দীপিকা। জীবনের নানান ওঠাপড়া, ভালোমন্দ একসঙ্গেই কাটাচ্ছেন এই জুটি। তবে জামাই হিসাবে দীপিকার মায়ের সঙ্গে ঠিক কেমন সম্পর্ক রণবীরের। সম্প্রতি সেবিষয়েই মুখ খুলেছেন রণবীর সিং নিজেই।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দীপিকার মা উজ্জ্বলা পাডুকোনের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন রণবীর। ঘটনাচক্রে এই ছবির সঙ্গে রণবীরের বাস্তব জীবনেরও কিছু সাদৃশ্য রয়েছে। যেমন রণবীর নিজেও পাঞ্জাবি সিন্ধি পরিবার থেকে এসেছেন। অপরদিকে ছবিকে ‘রানি’ আলিয়া যেমন বাঙালি পরিবারের মেয়ে। অন্যদিকে দীপিকা তেমনই দক্ষিণ ভারতীয় পরিবারের মেয়ে। তাই সেই প্রসঙ্গ ধরেই রণবীর সাক্ষৎকারে বলেন, ‘প্রথমদিকে উনি (দীপিকার মা উজ্জ্বলা) প্রথমে আমায় ঠিক বুঝে উঠতে পারতেন না। আমি ঠিক কেমন! তারপর দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর উনি আমায় বুঝেছেন, যে এই ছেলে আর যেমনই হোক মন্দ নয়, মনের দিক থেকে ভালো, স্বচ্ছ। এখন আমি ওঁর প্রিয় মানুষদের একজন, আর উনিও আমার খুব প্রিয়।’
আরও পড়ুন-‘ভারতে আর বাংলা গান গাইব না, গাইলে বাংলাদেশে গাইব’, হঠাৎ কেন এমন ক্ষোভ কবীর সুমনের?
আরও পড়ুন-হিট স্ট্রোকে আক্রান্ত, দুবাইতে হাসপাতালের ICU-তে রয়েছেন অভিনেতা রাকেশ বাপাট
রণবীর অবশ্য এর আগেও একবার বলেছিলেন, দুই পরিবারই তাঁর ও দীপিকার বন্ডিংটা ঠিক বুঝতেন না। এখন তাঁরা বুঝতে পারেন। এদিকে সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রিমিয়ারে দীপিকাকে রণবীরের মুখ আঁটা জ্যাকেট পরে ঢুকতে দেখা যায়।
প্রসঙ্গত, রণবীর-দীপিকার প্রেমের সূত্রপাত সঞ্জয়লীলা বনশালির ছবির সেটে। ‘গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা’ ছবির শ্যুটিংয়ের সময়। সেটা ছিল ২০১৩ সাল। প্রথমদিকে অবশ্য দীপিকার জানিয়েছিলেন, তিনি আপাতত শুধুই বন্ধুত্ব রাখতে চান, কারণ আগের সম্পর্ককে (রণবীর কাপুর) ভুলে তিনি তখনও ঠিক বের হয়ে আসতে পারেননি। পরে ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব প্রেমে বদলে যায়। দীর্ঘ ৬ বছর প্রেম করার পর ২০১৮তে বিয়ে করেন রণবীর-দীপিকা। তাঁর থেকে সুখেই সংসার করছেন বলিউডের এই লাভবার্ড।
For all the latest entertainment News Click Here