প্রথমবার ক্লাবে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, সেজে উঠেছে মোহনবাগান তাঁবু
বুধবার গোষ্ঠ পাল সরণিতে আসছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেজে উঠছে মোহনবাগান তাঁবু। ২৯ জুলাইয়ের পরে ফের উৎসবের আবহ গঙ্গাপাড়ের সবুজ মেরুন ক্লাবে । আসলে এদিন নতুন মোহনবাগান তাঁবু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে এই অনুষ্ঠানে আমন্ত্রণ পত্র পাঠানো হলেও উপস্থিত থাকবেন না এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
কেমন ভাবে সেজে উঠছে ক্লাব? নিরাপত্তাই বা কেমন? মঙ্গলবার সন্ধ্যায় মোহনবাগান ক্লাব তাঁবু ঘুরে গেলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। উদ্দেশ্য মোহনবাগানের নবনির্মিত ক্লাব তাঁবু উদ্বোধন উপলক্ষ্য ১০অগস্ট বুধবারের অনুষ্ঠানের ব্যবস্থাপনা খতিয়ে দেখা। বিকেল সাড়ে তিনটের সময় উদ্বোধন করা হবে ক্লাবের নতুন তাঁবু, সেই অনুষ্ঠানের উদ্বোধক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না-থাকে সেদিকে কড়া নজরদারি রয়েছে। ক্লাব তাঁবুর উল্টোদিকের লনে মঞ্চ করা হয়েছে। সেখানেও প্রতিটি কোণে পরীক্ষা চলছে বারে বারে। কেবলমাত্র মোহনবাগানের অধিনায়ক এবং রত্ন সম্মানে ভূষিত ক্রীড়াবিদদেরই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কোনও দিনও ক্লাবে আসেননি। সচিব হওয়ার পরে আমরা তাঁকে আমন্ত্রণ জানাই এবং নবনির্মিত তাঁবুর আনুষ্ঠানিক উদ্বোধনের অনুরোধ করেছিলাম। তারই ফলশ্রুতিতে বঙ্গবিভূষণ অনুষ্ঠানের সময় তিনি আমাদের সময় দেন। কেবলমাত্র তাঁবুর উদ্বোধন করবেন তিনি।’ দেবাশিস দত্ত আরও জানান, ‘সাজঘরের নাম প্রাক্তন ফুটবলার এবং মোহনবাগান রত্ন শৈলেন মান্নার নামেই থাকছে। তবে প্রবেশদ্বার চুনী গোস্বামীর নামাঙ্কিত করা হয়েছে ৷ যদিও তা নতুনভাবে যখন গড়া হবে তখন ফের প্রবেশদ্বারের উদ্বোধন হবে।’
অনুষ্ঠানটি সাধারণের দেখার জন্য জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে। অনুষ্ঠানের কারণে এটিকে মোহনবাগানের অনুশীলন সূচিতেও বদল আনা হয়েছে। বিকেল পাঁচটার বদলে তারা সন্ধে সাড়ে ছ’টায় অনুশীলন করবে। উৎসবের আবহের মাঝে অনুশীলনে ব্যস্ত এটিকে মোহনবাগান। নৈহাটিতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার পরে সোমবার অনুশীলনে নামল সবুজ-মেরুন ব্রিগেড। কোচ জুয়ান ফেরান্দো এদিন ফ্লোরেন্টিন পোগবাকে ভালো করে দেখে নিলেন। ফ্লোরেন্টিনকে বেশ উজ্জ্বল মনে হয়েছে। সামনেই ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ । তারপর এএফসি কাপের সেমিফাইনাল এবং আইএসএল। তবে লিস্টন কোলাসো, জনি কাউকো, হুগো বুমোসদের পাখির চোখ এখন সবকটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া। তাই অনুশীলনের প্রথম দিন থেকেই কোনও খামতি রাখতে রাজি নন বাগান কোচ।
For all the latest Sports News Click Here