প্রথমবার ওডিআইতে ৩০০ পার পাক মহিলা দলের, রেকর্ড রান করলেন সিদ্রা আমিন
শুভব্রত মুখার্জি: পাকিস্তান সফরে এসেছে আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দল। এই সফরেই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লাহোরে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচেই পাকিস্তানের হয়ে এক নয়া নজির গড়েছেন তাদের ব্যাটার সিদ্রা আমিন। পাকিস্তানের মহিলা ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক রান করার নজির গড়েছেন তিনি। ১৭৬ রানের একটি অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন তিনি। ইনিংস শেষে তিনি অপরাজিতও থেকেছেন।
আরও পড়ুন… Virat Kohli birthday: বিশ্বকাপের লড়াই ভুলে আইপিএল সতীর্থকে লাইভ শোতে শুভেচ্ছা ম্যাক্সির
লাহোরের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ড দলের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে পাকিস্তান। পাকিস্তানের এই জয়ের অন্যতম কারিগর সিদ্রা আমিন। ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে ১৭৬ রান করে অপরাজিত থাকেন তিনি। আর এর মধ্য দিয়েই তিনি ভেঙে দিয়েছেন জাভেরিয়া খানের নজির। উল্লেখ্য ২০১৫ সালে এই নজির করেছিলেন জাভেরিয়া খান। তিনি সেদিন শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে ১৩৩ রান করে অপরাজিত ছিলেন।
এদিন লাহোরে করে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান দল নির্ধারিত পঞ্চাশ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ৩৩৫ রান করে। তাদের দুই ওপেনার ওপেনিং জুটিতে ২২১ রান তোলেন। ১৫১ বলে ১৭৬ রান করেন সিদ্রা আমিন। তাঁর ইনিংস সাজানো ছিল কুড়িটি চার এবং একটি ছয়ে। অপর ওপেনার মুনিবা আলি করেন ১০৭ রান। অপরদিকে ব্যাট করতে নেমে মাত্র ২০৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড দল। তাদের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক লরা ডেলেইনি।
আরও পড়ুন… ভারতকে বাড়তি সুযোগ দিচ্ছে ICC! আফ্রিদির এই আজগুবি তত্ত্বে ঘি ঢাললেন ডেভিড লয়েড
∆ আসুন এক নজরে দেখে নেওয়া যাক মহিলা ওয়ানডেতে পাকিস্তানের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকা
১) ১৭৬*,সিদ্রা আমিন বনাম আয়ারল্যান্ড ২০২২
২) ১৩৩*,জাভেরিয়া খান বনাম শ্রীলঙ্কা,২০১৫
৩) ১২৩,সিদ্রা আমিন বনাম শ্রীলঙ্কা,২০২২
৪) ১১৩*,জাভেরিয়া খান বনাম শ্রীলঙ্কা,২০১৮
৫) ১০৭,মুনিবা আলী বনাম আয়ারল্যান্ড,২০২২
For all the latest Sports News Click Here