প্রথমবার উত্তর-পূর্ব ভারতে পৌঁছাচ্ছে বিশ্বকাপ, অসমে হবে প্রস্তুতি ম্যাচ
চলতি বছর অক্টোবর মাসে ভারতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। আজ অবশেষে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আগামী ৫ অক্টোবরের থেকে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। কবে কোন দল কার বিরুদ্ধে কোথায় খেলবে সবকিছুই জানিয়ে দিয়েছে আইসিসি। এর সঙ্গে সঙ্গে অনুশীলন ম্যাচ কোথায় হবে তার তালিকাও প্রকাশ করেছে তারা। হায়দরাবাদ, তিরুবন্তপুরম, ও গুয়াহাটিতে অনুশীলন ম্যাচের আসর বসবে। এই প্রথমবার উত্তর-পূর্ব ভারতের মাটিতে বসছে বিশ্বকাপের আসর। শুধু তাই নয়, প্রস্তুতি ম্যাচের দায়িত্ব পেয়েছে গুয়াহাটিও।
টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র ১০০ দিন আগে সূচি প্রকাশ করল তারা। গ্রুপ পর্বের ম্যাচ থেকে সেমিফাইনাল এবং ফাইনাল ভারতের কোথায় অনুষ্ঠিত হবে তাও তারা জানিয়েছে। ফাইনাল হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। একটি সেমিফাইনাল ম্যাচ পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। অপর আরও একটি সেমিফাইনাল ম্যাচ পেয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম।
নতুন বছর শুরু হওয়ার পর থেকে ক্রিকেট প্রেমীদের মধ্যে বিশ্বকাপ নিয়ে উত্তেজনার পারদ চড়তে থাকে। পাকিস্তান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে ঝামেলার শুরু হয়।পাকিস্তান একসময় ভারতে বিশ্বকাপ না খেলার কথা জানায়। তারপর অবশ্য খেলতে রাজি হলেও সময় সূচির খসড়া পেয়ে বিভিন্ন স্থানে না খেলার কথা জানায়। তারা কি করবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও আইসিসি নিজের নিয়ম মেনেই সময় সূচি প্রকাশ করেছে। বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাক লড়াইয়ের আসর বসবে আমদাবাদেই।
টুর্নামেন্টটি ২০১৯ সালের মতো হবে। দশটি দল একে অপরের সঙ্গে একবার লিগ পর্বে খেলবে। তারপর শীর্ষ চারটি দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। ভারত আয়োজক হিসাবে বিশ্বকাপের জন্য জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা ২০২০-২০২৩ বিশ্বকাপ সুপার লিগের সেরা আটে জায়গা করে নিয়েছে। বাকি দুটি দল জিম্বাবোয়েতে এখন চলছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ। এই বছর প্রথমবার ভারত একক ভাবে বিশ্বকাপ আয়োজন করছে।
২০১১ সালে বিশ্বকাপ ভারতের সঙ্গে যৌথ ভাবে আয়োজন করে শ্রীলঙ্কা, বাংলাদেশ। তবে এইবার সব দায়িত্ব ভারতীয় বোর্ডের। ২০১৬ সালের পর এই প্রথমবার বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ভারতে। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসে ভারতে। তবে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা থাকলেও করোনার জন্য তা আয়োজন হয় সংযুক্ত আরব আমিরশাহিতে।
For all the latest Sports News Click Here