প্রত্যেকের অধিনায়কত্বের ধরণ আলাদা- ধোনির সঙ্গে রোহিতের তুলনাতে নারাজ রজার বিনি
শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়াতে চলতি টি-২০ বিশ্বকাপে বারবার প্রশ্ন উঠেছে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে। আর এ বার সেই বিষয়টি নিয়েই প্রশ্ন করা হয়েছিল সদ্য দায়িত্বপ্রাপ্ত বিসিসিআইয়ের সভাপতি রজার বিনিকে। রজার বিনির অবশ্য স্পষ্ট বক্তব্য, প্রত্যেক অধিনায়কের খেলানোর ধরন আলাদা। আর এই কারণেই কপিলদেব, মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের সঙ্গে রোহিতের অধিনায়কত্বকে তুলনা করতে নারাজ তিনি।
তিনি বলেছেন, ‘রোহিত একজন খুব অভিজ্ঞ ক্রিকেটার। ও একাধিক ম্যাচ খেলেছে। বিভিন্ন ধরনের পরিস্থিতির সামনে পড়েছে। প্রত্যেকের খেলার ধরন আলাদা। ধোনি সম্পূর্ণ আলাদা। ওর সাথে এই ভাবে অন্য কাউকে তুলনা করা যায় না। কপিল দেব বা গাভাসকরেরও (সুনীল) খেলার ধরন আলাদা আলাদা ছিল। দু’জনেই দু’টি আলাদা পন্থায় দলকে চালিয়েছেন।’
আরও পড়ুন: ৪ রানে জয়- উচ্ছ্বাস নেই, রয়েছে হাহুতাশ, অজিদের ভাগ্য এখন লঙ্কার হাতে
বিনিকে প্রশ্ন করা হয়েছিল, ওপেনাররা ভালো শুরু করলে, তা দলের পক্ষে কতটা উপযোগী? এর উত্তরে তিনি বলেছেন, ‘পাওয়ার প্লে হলো ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। আমি মনে করি এই জায়গাতে আমাদের ওপেনারদের দলের হয়ে ভালো শুরুটা করতেই হবে। আমরা যদি শুরুটা ভালো করতে পারি, তা হলে আমাদের জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। যে কোনও দল রান তাড়া করতেই বেশি পছন্দ করে। প্রথমে ব্যাট করাটা অনেকেই খুব বেশি পছন্দ করে না।’
আরও পড়ুন: দলের প্রস্তুতি সেই ভাবে ছিল না- ঘুরিয়ে ম্যানেজমেন্টকে দায়ী করে নেতৃত্ব ছাড়লেন আফগান অধিনায়ক নবি
ক্রিকেটারদের চোট নিয়ে বিনির দাবি, ‘অনেকেই অনুশীলন চলাকালীন চোট পাচ্ছেন। এটা একেবারেই ভাল বিষয় না।’ মহিলা আইপিএল নিয়ে তাঁর বক্তব্য, ‘সব কিছু আগে থেকেই ভাবনা চিন্তা করে তৈরি। এ বার খালি নিলামটা ঠিক করে করতে হবে। ফ্র্যাঞ্চাইজিরাও চলে এসেছে। এ বার আমাদের সকলকে বসে নিলামটা সঠিক ভাবে করতে হবে। আমরা যেটা চিন্তা করেছি, তা হল চারের বদলে আমরা পাঁচ জন বিদেশি খেলানোর সুযোগ দেব। আইপিএলে সেটাই হবে অতিরিক্ত সংযোজন। আমরা নিলামের দিনক্ষণ এখনো চূড়ান্ত করতে পারিনি। আশা করছি জানুয়ারি মাসে হবে।’
আইসিসি ইভেন্টে ভারত গত কয়েক বছরে ভালো খেলা সত্ত্বেও কি কারণে ট্রফি জিততে পারছে না? এর উত্তরে রজার বিনি বলেছেন, ‘আমি আশা করব, গত বারের বিশ্বকাপের ফলাফলটা একটা ব্যতিক্রম হিসেবে থাকবে। এই বছর অস্ট্রেলিয়াতে বিশ্বকাপটা ভারতই জিতবে। আমরা শিরোপার অনেক কাছে এসেছি। শেষ কয়েকটি টি-২০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালেও পৌঁছেছি। সেই নির্দিষ্ট দিনটায় আমাদেরকে ভালো খেলতে হবে।’
For all the latest Sports News Click Here