প্রতি ১১ অক্টোবর ফুল বিনিময় হত দিলীপ কুমার ও অমিতাভের মধ্যে, ফাঁস করলেন সায়রা
১১ অক্টোবর। আজ অভিনেতা দিলীপ কুমার এবং সায়রা বানুর বিবাহবার্ষিকী। একই সঙ্গে আজ বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন।
নিজের বিবাহবার্ষিকী সম্পর্কে বলতে গিয়ে এক সাক্ষাৎকারে সায়রা বানু বলেন, ‘সত্যি বলতে, সবগুলিই ছিল চমৎকার এবং সমানভাবে বিশেষ। আমাদের ঘর ফুলে ফুলে ভরে থাকত। এবং আপনি জানেন, অমিতাভ বচ্চন আমাদের অনেক সুন্দর ফুল পাঠাতেন। আমরাও তাঁকে একই দিনে পাঠাতাম, কারণ ১১ অক্টোবর তাঁর জন্মদিন।
অমিতাভ এবং আমি যখন ‘জমির’-এ একসঙ্গে কাজ করি, তখন ও আমাকে বলেছিল যদিও তিনি কলকাতায় কাজ করতেন তখন তিনি আমাদের, দিলীপ সাহেব বা আমি কাউকেই চিনতেন না, তবুও কিছু অবর্ণনীয় কারণে উষ্ণ অনুভব করেছিলেন আমাদের। অস্ট্রিয়াতে থাকা আমার সৎ ভাইয়েরও ১১ অক্টোবর জন্ম। তাই, ১১ অক্টোবর আমাদের জন্য একটি বিশেষ দিন ছিল।’
আরও পড়ুন: ভিকির সঙ্গে আচমকা ফ্লাইটে দেখা সারার, ছড়া কেটে কী বললেন নায়িকা
সায়রা বানু যোগ করেছেন, ‘দিলীপ সাহেব এবং অমিতাভের চিঠির আদান-প্রদানও হয়েছিল। আমি সেই চিঠিগুলি খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রেখেছি। সেই চিঠিগুলি আমার কাছে খুব দামী।’
প্রচার ভালোবাসতেন না দিলীপ কুমার। আজ দিলীপ সাহাবকে মৃত্যুর পর সায়রা বানুর দ্বিতীয় বিবাহবার্ষিকী। ১ বছর ২ মাস আগে মারা যান অভিনেতা।
সায়রা বানুর কথায়, ‘আমার স্বামী কখনই তাঁর উপর থাকা স্পটলাইট পছন্দ করতেন না। নিজের নামে কোনও রাস্তার নামকরণ করতে চাননি তিনি। তাঁকে নিয়ে তৈরি কোনও মূর্তি চাননি। সামাজিক কারণের সামনে থাকা তাঁর পছন্দের ছিল, এর অর্থ তাঁকে সেই অনুদানের ড্রাইভে ট্রাকে ভ্রমণ করতে হয়েছিল। একবার তিনি বিদেশেও গিয়েছিলেন একটি কারণের নেতৃত্ব দেওয়ার জন্য তখন সুনীল দত্ত কোনও কারণে ভ্রমণ করতে পারেননি, কিন্তু তিনি আয়োজকদের কাছে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি চান না ইভেন্টে কোনও ভাবেই তাঁর নাম আসুক।’
For all the latest entertainment News Click Here