প্রতি ম্যাচে বদলে যায় ওয়াংখেড়ের পিচের চরিত্র- প্ল্যানিং নিয়ে বললেন জাদেজা
শুভব্রত মুখার্জি: আইপিএলের ১৬ তম সংস্করণে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে। প্রথম ম্যাচের মতন দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়ল না তাদের। দলের অধিনায়ক রোহিত শর্মা সহ কার্যত গোটা টপ অর্ডার ব্যাটিং এ দিনও ব্যর্থ হল। একমাত্র ওপেনার ইশান কিষাণ ২১ বলে ৩২ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করলেন টপ অর্ডারে। বাকিরা ওই ‘আয়ারাম গয়ারাম’। ফলস্বরূপ মু্ম্বইয়ের বিরুদ্ধে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতল চেন্নাই সুপার কিংস দল।
এ দিন চেন্নাইয়ের জয়ের অন্যতম কারিগর তাদের ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি ৩ উইকেট নেন। মিচেল স্যান্টনার নেন ২ উইকেট। জয়ের পর ডাজ্ডুর অকপট স্বীকারোক্তি, ‘ওয়াংখেড়ের উইকেটে বল স্পিন করছিল। আমি আর মিচ (মিচেল স্যান্টনার) উইকেটের মধ্যে ভালো লেন্থে বল করার সিদ্ধান্ত নিই।’
আরও পড়ুন: লিগ টেবলে ফের শীর্ষে RR, বেগুনি টুপির লড়াইয়ে উডকে দুইয়ে নামালেন যুজি
ম্যাচ শেষে রবীন্দ্র জাদেজা বলেছেন, ‘প্রতিটা ম্যাচেই ওয়াংখেড়ের পিচের চরিত্র বদলে যায়। সেই মতোই আমরা ছক কষে বল করেছি। আমরা যখন বোলিং করছিলাম, তখন কিছু কিছু বল স্পিন করছিল। ফলে আমি আর মিচ (মিচেল স্যান্টনার) উইকেটে ভালো জায়গায় বল করার সিদ্ধান্ত নিই। এর প্রধান কারণ হল, ওদের (মু্ম্বইয়ের) একাধিক পাওয়ার হিটার রয়েছে। এখানে (ওয়াংখেড়েতে) যত বার খেলতে এসেছি, তত বার উইকেট ভিন্ন ভিন্ন আচরণ করেছে। কখনও একেবারে পাটা উইকেট,আবার কখনও উইকেটে বল থমকে থমকে এসেছে।’
আরও পড়ুন: টপ অর্ডার থেকে পেসারদের পারফরম্যান্স- GT-র বিরুদ্ধে ৫টি বিষয় মাথায় রাখতে হবে KKR-কে
মিচেল স্যান্টনারের সঙ্গে তাঁর বোলিং পার্টনারশিপ নিয়ে জাদেজা জানান, ‘আমরা বোলিং নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। আমাদের মধ্যে সেই দিন যে-ই বোলিং করা শুরু করুক না কেন সে অন্য জনকে উপদেশ দেয় ঠিক কোন লেন্থে এই উইকেটে বল করা উচিত। আমরা সর্বক্ষণ আলোচনা করতেই থাকি। একে অপরকে উপদেশ আমরা দিয়েই থাকি।’
প্রসঙ্গত, এ দিন মু্ম্বই প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে। ইশান কিষাণ (৩২), টিম ডেভিড (৩১) এবং তিলক বর্মা (২২) ছাড়া আর বলার মতন রান পাননি কেউ। জাদেজা ২০ রান দিয়ে তিনটি উইকেট এবং স্যান্টনার ২৮ রান দিয়ে দু’টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে একদা ভারতীয় টেস্ট দলের হয়ে নিয়মিত খেলা অজিঙ্কা রাহানের ২৭ বলে ৬১ রানের মারকাটারি ইনিংসে ভর করে ৭ উইকেট হাতে নিয়ে ১১ বল বাকি থাকতে ম্যাচ জয় নিশ্চিত করে চেন্নাই। রাহানেকে যোগ্য সঙ্গত দিয়ে ৪০ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ গায়কোয়াড়।
For all the latest Sports News Click Here