প্রতিপক্ষ ক্রিকেটারকে ব্যাট উপহার দিয়ে মন জিতলেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া
ডাবলিনে ভারত বনাম আয়ারল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ী হয়েছে হার্দিক পান্ডিয়ার টিম ইন্ডিয়া। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে আয়ারল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে ভারত। বৃষ্টির কারণে ম্যাচটি ২০ ওভারের বদলে হয়েছিল ১২ ওভার করে। প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড চার উইকেটে ১০৮ রান তুলেছিল।
আয়ারল্যান্ডের হয়ে ব্যাটিং-এ সবচেয়ে বড় অবদান রেখেছিলেন হ্যারি টেক্টর। ছয়টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন টেক্টর। এই ইনিংসের জন্য হ্যারি টেক্টরের প্রশংসাও করেছেন ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। যাইহোক, দীপক হুডা এবং হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য টিম ইন্ডিয়া ৯.২ ওভারে ম্যাচটি জিতে যায়।
আরও পড়ুন… ইংল্যান্ডের পথে মায়াঙ্ক, বিমানে উঠে ছবি শেয়ার করলেন ভারতীয় ওপেনার
রবিবার ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে জয় পাওয়ার পরে, হার্দিক বলেন, ‘হ্যারি টেক্টর কিছু দুর্দান্ত শট খেলেছে এবং স্পষ্টতই তার বয়স ২২বছর। আমি তাকে একটি ব্যাটও উপহার দিয়েছি যাতে সে আরও কিছু ছক্কা মারতে পারে এবং আইপিএল চুক্তিও পেতে পারে। আমি তাদের মঙ্গল কামনা করছি। তাদের শুধু দরকার ভালো প্রশিক্ষণ এবং সঠিক নির্দেশনা।’
আরও পড়ুন… ইংল্যান্ডের পথে মায়াঙ্ক, বিমানে উঠে ছবি শেয়ার করলেন ভারতীয় ওপেনার
হার্দিক আরও বলেছেন, ‘শুধু ক্রিকেট নয়, হ্যারিকে তার উদ্দেশ্য বুঝতে হবে। ভালো ব্যাটিং না করলে কী হারাতে পারেন তাকে দেখতে হবে। যেদিন সে এসব বুঝবে সেদিন সে অবশ্যই সফল হবে। শুধু আইপিএল নয়, হ্যারি তখন সারা বিশ্বের লিগের জন্য তার দাবি উপস্থাপন করবেন।’
আরও পড়ুন… ইংল্যান্ডের পথে মায়াঙ্ক, বিমানে উঠে ছবি শেয়ার করলেন ভারতীয় ওপেনার
প্রথম টি-টোয়েন্টিতে রুতুরাজের জায়গায় ইশান কিষাণের সঙ্গে ওপেন করেছিলেন দীপক হুডা। এই সিদ্ধান্ত নিয়ে হার্দিক জানান, রুতুরাজের পেশিতে ব্যথা ছিল। এ কারণে হুডাকে ওপেনার হিসেবে পাঠাতে বাধ্য হন তিনি। ম্যাচের কথা বললে, টিম ইন্ডিয়া ৯.২ ওভারে তিন উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের ১০৯ রানের লক্ষ্য অর্জন করে। দীপক হুডা ২৯ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৪৭ রান করেন। একই সময়ে, ইশান কিষাণ ১১ বলে তিনটি চার ও দুটি ছক্কার সাহায্যে ২৬ রান করেন। এছাড়া অধিনায়ক হার্দিক ১২ বলে একটি চার ও তিনটি ছক্কায় ২৪ রানের ইনিংস খেলেন। এই জয়ে টিম ইন্ডিয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।
For all the latest Sports News Click Here