প্রতারণা মামলায় শিয়ালদা কোর্টে আত্মসমর্পণ জারিনের, জামিন মিলল?
পাঁচ বছর পুরোনো আর্থিক প্রতারণার মামলায় সাময়িক স্বস্তি অভিনেত্রী জারিন খানের। ১২ লক্ষ টাকা ঝেঁপে দেওয়ার মামলায় সোমবার শিয়ালদা কোর্টে আত্মসমর্পন করেন জারিন। আত্মসমর্পণের পর আদালত অভিনেত্রীর শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। ত্রিশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন জরিন। আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না সলমনের ‘বীর’ নায়িকা।
এদিন মুম্বই থেকে কলকাতা উড়ে এসেছিলেন জারিন। নীল মাস্কে মুখ ঢেকে, কালো টুপি পরে আদালত চত্বরে দেখা মিলল তাঁর। সোয়েট টি-শার্ট আর কালো প্যান্টে একদম ছিমছাম লুকেই আদালতে পৌঁছেছিলেন জারিন। এদিন কোর্টরুমের এক কোণে চুপ করে বসেছিলেন অভিনেত্রী। বাদী পক্ষের আইনজীবী আদালতের সামনে দরবার করেন, যাতে অভিনেত্রী মাস্ক খুলে নিজের পরিচয় প্রকাশ্যে আনেন।
এরপর বিচারক জিগ্গেস করেন, ‘আপনি কি জরিন খান?’ ইতিবাচ জবাব দেন নায়িকা। এরপর নিজের আধার কার্ড সঙ্গে এনেছেন কিনা জানতে চান বিচারক। সেটিও কোর্টের সামনে রাখেন জারিন। এরপর ২৬শে ডিসেম্বর পর্যন্ত অভিনেত্রীকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় আদালত। কলকাতা পুলিশের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না জারিন, জানিয়েছে কোর্ট। এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিনেত্রীর তরফে।
২০১৮ সালে দায়ের প্রতরণার মামলায় অভিযুক্ত জারিনের নামে মাস কয়েক আগেই জারি হয়েছিল অ্যারেস্ট ওয়ারেন্ট। যা থেকে অক্টোবর মাসে অব্যাহতি পান অভিনেত্রী। কালীপুজোর ৬টি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল জারিনের, সেই মর্মে আয়োজকদের থেকে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু অনুষ্ঠানে গরহাজির থাকেন সলমন খানের নায়িকা। পাঁচ বছর পুরোনো সেই মামলা নিয়েই যাবতীয় টানাপোড়েন। জারিনের পাশাপাশি এই মামলায় দ্বিতীয় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে জারিনের প্রাক্তন ম্যানেজারের।
নারকেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছিল জারিনের বিরুদ্ধে। যদিও নায়িকার পালটা অভিযোগ ছিল, তদন্তকারী অফিসার শ্রী দিলীপ যাদব তাঁর নামে বিভ্রান্তিকর বিবৃতি পেশ করেছেন। এই মামলায় আগে এক শুনানিতে নায়িকা গরহাজির থাকায় তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল আদালত।
২০১০ সালে সলমন খানের ‘বীর’ ছবির নায়িকা হিসাবে দেখা গিয়েছিল তাঁকে। এটাই জারিনের অভিনয়ে হাতেখড়ি। তবে ক্যাটনিরার ডু্প্লিকেট হিসাবেই দর্শক বেশি চিনেছে তাঁকে। পরবর্তীতে ‘হাউসফুল ২’, এবং ১৯২১-এর মতো হিট ছবিতে দেখা গিয়েছে। তাঁকে শেষ দেখা গিয়েছে ‘হাম ভি আকেলে তুম ভি আকেলে’ (২০২১) ছবিতে।
For all the latest entertainment News Click Here