প্রতারণার শিকার কৌশিকী চক্রবর্তী, গ্রেফতার শিল্পীর কর্মচারী
প্রতারণার অভিযোগে সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তীর কর্মচারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আকাশ ভাণ্ডারী। পুলিশ সূত্রে খবর, প্রায় দুই লাখ টাকা প্রতারণার অভিযোগ তাঁরই সঙ্গীত স্কুলের এক কর্মীর বিরুদ্ধে।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের বাসিন্দা আকাশ। কৌশিকী চক্রবর্তীর স্কুলে দেখভালের কাজ করতেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের থেকে মাসিক ফি নেওয়া, অ্য়কাউন্ট দেখাশোনার কাজ করতেন। অভিযোগ, ছাত্র-ছাত্রীরা যে ফি দিতেন, তা স্কুলের অ্যাকাউন্টে জমা না দিয়ে অভিযুক্ত নিজের অ্য়াকাউন্টে জমা করেছিলেন।
আরও পড়ুন: বিগ বস ওটিটি ২-এ দুই প্রতিযোগীর যাত্রা শেষ, বহিষ্কৃত ফালাক-জাদ, কী বলছেন ফ্য়ানরা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গায়িকা কৌশিকী লক্ষ্য করেন, গত কয়েক মাসে শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত টাকা থেকে যে আয় হয় তা আচমকা কমে গিয়েছে। অভিভাবকদের সঙ্গে কথা বলে কৌশিকী জানতে পারেন, আকাশ একটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেখানে টাকা দিতে বলেছেন। সম্প্রতি বিষটি সামনে আসে। ছাত্রছাত্রীদের ফি-সহ অভিযুক্ত প্রায় ২ লাখ ৩০০ টাকা নিজের অ্যাকাউন্টে জমা করেছিলেন।
১৮ জুলাই লেক থানায় অভিযোগ দায়ের করেন কৌশিকী। থানায় অভিযোগ দায়েরের পর তদন্তে নামে পুলিশ। আকাশের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে বলে জানা গিয়েছে।
শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ওই টাকা দিয়ে অভিযুক্ত একটি ল্যাপটপ ও দুটি মোবাইল কিনেছেন বলে জানা যায়। এর পরই গ্রেফতার করা হয় আকাশকে। এ দিন আদালতে তোলা হলে ধৃতকে ২৭ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
For all the latest entertainment News Click Here