প্রতারণার মামলায় গ্রেফতারির মুখে, অথচ কিছুই জানেন না সৃজিত ঘরনি মিথিলা!
বাংলাদেশের এক ই-কমার্স সংস্থার প্রচারমুখ হয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে অভিনেত্রী, সমাজকর্মী রফিয়াত রাশিদ মিথিলার নামে। বাংলাদেশের এই অভিনেত্রী এখন কলকাতার বউমা, সুতরাং শুক্রবার তাঁর গ্রেফতারির সম্ভবনার খবরেই চাঞ্চল্য ছড়ায় এপার বাংলাতেও। গতকাল বাংলাদেশের ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান সংবাদমাধ্যমকে জানান ইভ্যালি প্রতারণাকাণ্ডে যে কোনও সময় গ্রেফতার করা হতে পারে মিথিলা, তাহসানদের। হ্যাঁ, শুধু মিথিলাই নয়, তাঁর প্রাক্তন স্বামী তাহসান, অভিনেত্রী শবনম ফারিয়াসহ মোট ৯ জনের নামে মামলা দায়ের হয়েছে।
সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক গত ৪ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মিথিলা, তাহসানদের নামে মামলা করেন। যদিও ইভ্যালির প্রতারণা কাণ্ড গত কয়েক মাস ধরেই সংবাদ শিরোনামে। সাদ স্যাম রহমানের অভিযোগ নতুন মাত্রা যোগ করেছে এই মামলায়। অথচ তাঁর নামে মামলা হয়েছে এমনটা জানতেই না সৃজিত পত্নী। এই মুহূর্তে ঢাকাতেই রয়েছেন মিথিলা। তিনি সেদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কয়েকটি অনলাইন পোর্টালে দেখলাম, নয়জনের নামে মামলা হয়েছে। সেই তালিকায় আছি আমিও। বেশ কয়েকজন কাছের মানুষ ও সাংবাদিকের ফোন পেয়েছি। তাঁদের কাছ থেকেই বিস্তারিত জানলাম।’
কিন্তু ৪ ডিসেম্বর মামলা দায়ের হয়েছে, এতোদিনেও জানলেন না মিথিলা? অভিনেত্রীর সাফ কথা, মামলা হলে লিগ্যাল নোটিশ বাড়িতে আসে কিন্তু এই ক্ষেত্রে তেমন কোনও ঘটনা ঘটেনি। সুতরাং তার পক্ষে জানা সম্ভব নয় এই বিষয়টা।
অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন তাহসান। মিথিলা ছিলেন ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত। শবনম ফারিয়া প্রধান জনসংযোগ কর্মকর্তা ছিলেন। সাদ স্যাম রহমানের অভিযোগ ইভ্যালির প্রতারণার সম্পূর্ণ মদত জুগিয়েছেন তাহসান, মিথিলারা। প্রতারিত গ্রাহকের দাবি, মিথিলা-তাহসান-শবনমদের আত্মসাৎ করা টাকার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার, যা তিনি এখনও উদ্ধার করতে পারেননি।
এই মামলায় ইভ্যালির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গত সেপ্টেম্বর মাসেই গ্রেফতার করা হয়েছে, অন্যদের উপরও নজরদারি চালাচ্ছে পুলিশ। কোম্পানির তরফে গ্রাহকদের কাছ থেকে যে ৩০০ কোটি টাকা অগ্রিম হিসাবে তুলেছিল তার হদিশ নেই। এই মামলার তদন্তের নথি সম্প্রতি ধানমণ্ডি থানায় এসেছে। থানার ওসি ইকরাম আলী মিয়া তা নিশ্চিত করে জানিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
For all the latest entertainment News Click Here