প্রচার চান না অরিজিৎ, দুঃস্থ মানুষদের ভরপেট খাইয়ে ছেলের জন্মদিন পালন বাবার
মুর্শিদাবাদ তথা গোটা বাংলার গর্ব অরিজিৎ সিং (Arijit Singh)-এর জন্মদিন মঙ্গলবার। ১৯৮৭ সালের ২৫শে এপ্রিল জন্ম হয়েছিল বলিউড কাঁপানো এই গায়কের। অনেকের কাছেই অরিজিৎ সিং একটা আবেগের নাম। বহু মানুষ নতুন করে বাঁচার অর্থ খুঁজে পায় তাঁর গান শুনে। ভাঙা মনের মলম অরিজিৎ, কারুর কাছে ভগবান। অথচ যাঁকে ঘিরে এত আলোচনা, এত আলোর রোশনাই সেই মানুষটা বরাবর থাকতে ভালোবাসেন অগোচরে।
অরিজিতের গানে মুগ্ধ হবেন নাকি তাঁর জীবনধারায়? এই প্রশ্নের উত্তর দেওয়া বড়ই কঠিন। যখন তিনি মঞ্চে গিটার হাতে গান ধরেন, শ্রোতারা অন্য কোথাউ হারিয়ে যান। তবে স্টেজ আর রেকর্ডিং স্টুডিওর বাইরে অরিজিৎ হারিয়ে যান তাঁর প্রাণের শহর জিয়াগঞ্জে। নিজের শিকড়েই তাঁর জীবনের পূর্ণতা। অত্য়ন্ত সাদামাটা জীবন কাটাতে অভ্যস্ত অরিজিৎ। আজ নেটদুনিয়ায় শুভেচ্ছার বন্য়ায় ভাসছেন অরিজিৎ, তবে জন্মদিন পালনে বরাবরই অনীহা তাঁর। জানা যায়, কেক কাটতেও বিশেষ ভালোবাসেন না তিনি।
বাড়িতে কোনও আড়ম্বর চায় না ছেলে, তাই অরিজিতের জন্মদিনে অভিনব উদ্যোগ নিয়েছেন তাঁর বাবা। এদিন ‘হেঁসেল আগলে’ অরিজিতের বাবা সুরেন্দ্র সিং ওরফে কাক্কা সিং। সোমু (অরিজিতের ডাকনাম)-র জন্মদিনে কাক্কা সিং-এর একমাত্র লক্ষ্য এলাকার কোনও দুঃস্থ মানুষ যেন আজ অভুক্ত না থাকে। এদিন তাঁর রেস্তোরাঁর দরজা খোলা সবার জন্য। এই প্রসঙ্গে এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে অরিজিতের বাবা বলেন, ‘বহু মানুষের আর্শীবাদ নিয়েই ছেলে আজ এই জায়গায় পৌঁছেছে। এদিন দুঃস্থদের জন্য ‘হেঁসেলের’ দরজা খোলা থাকছে।’ দুঃস্থের সেবা করেই ছেলের জন্মদিনটা খাস করে তুলতে চান অরিজিতের বাবা। মায়ের মৃত্যুর পর আমূল পরিবর্তন এসেছে অরিজিতের জীবনে। জন্মদিনটাও আর আগের মতো নেই।
জানা যায়, প্রতি রবিবার ‘হেঁশেল’-এ ৬০-৭০ জন দুঃস্থ মানুষকে খাওয়ানো হয়। পাশাপাশি স্বল্পমূল্যে পেটভরে খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই রেস্তোরাঁয়। আজ সেখানে বিশেষ আয়োজন। প্রচারবিমুখ অরিজিৎ এদিনও ধরাছোঁয়ার বাইরে। সদ্য অস্ট্রেলিয়ায় কনসার্ট শেষ করেছেন। একদম ঘরোয়াভাবেই এদিন পালিত হচ্ছে অরিজিতের ৩৬তম জন্মদিন। আপনজনদের মাঝেই সময় কাটাচ্ছেন তারকা গায়ক।
মাত্র আঠেরো বছর বয়েসেই ফেম গুরুকুল-এর মাধ্য়মে গোটা দেশের মন ছুঁয়েছিলেন অরিজিৎ। এরপর লম্বা সময় মায়ানগরীতে স্ট্রাগল করেছেন। ‘আশিকী ২’ ছবির ‘তুমি হি হো’ গান অরিজিতের ভাগ্য় বদলে দেয়। আর ফিরে তাকাতে হয়নি। খ্যাতির শীর্ষে পৌঁছেও মাটিতে পা দিয়ে চলার জাদুমন্ত্রে দীক্ষিত গায়ক। তাই তো কোটি কোটি মানুষের নয়ণের মণি তিনি। অরিজিতের তরফে কোনও পার্টির আয়োজন না থাকলেও পিছিয়ে নেই তাঁর ভক্তরা। বহরমপুর গোরাবাজারের এক ক্লাবের পক্ষ থেকে পালিত হয়েছে অরিজিতের জন্মদিন। অরিজিৎ সিংয়ের চ্যারিটেবল ট্রাস্ট ধৃতি ফাউনডেশনের তরফেও সন্ধ্য়ায় জন্মদিনের অনুষ্ঠান করা হবে। যদিও গায়কের অনুরোধেই বিশেষ আড়ম্বর থাকছে না।
For all the latest entertainment News Click Here