‘প্রচার করে কাজ পাইনি,সোশ্যাল মিডিয়ায় অনেকে হয়ত আমাকে খারাপ চোখে দেখে’: সব্যসাচী
‘বামাক্ষ্যাপা’ হয়ে গোটা বাংলার মন জয় করে নিয়েছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। ‘মহাপীঠ তারাপীঠ’ শেষ হওয়ার পর অনেকটা সময় কেটেছে। ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা সামলে আবারও ছোটপর্দায় সব্যসাচী। দীর্ঘ তিন মাস আগে সামনে এসেছিল ‘রামপ্রসাদ’-এর প্রোমো। আগামী সোমবার থেকে স্টার জলসার পর্দায় দেখা যাবে এই মেগা সিরিয়াল।
সাধক রামপ্রসাদের জীবনকাহিনি উঠে আসবে এই মেগায়। সংসার ও সাধনা একসঙ্গে চালিয়ে গিয়েছিলেন রামপ্রসাদ। কালী ভক্ত রামপ্রসাদকে বেঁধে রেখেছিলেন তাঁর সহধর্মিণী শর্বাণী, সিরিয়ালে সেই চরিত্রে রয়েছেন সুস্মিলি আচার্য। মা কালীর চরিত্রে পায়েল দে। শুক্রবার সিরিয়ালের সাংবাদিক বৈঠকে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন সব্যসাচী। ঐন্দ্রিলার মৃত্য়ুর পর প্রথমবার আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে, আগে থেকেই পরিষ্কারভাবে জানানো হয়েছিল ব্যক্তিগত প্রশ্নের জবাব দেবেন না সব্যসাচী।
রামপ্রসাদ সম্পর্কে অভিনেতা জানালেন, ‘আমার বই পড়তে ভালো লাগে। শিবের তাণ্ডব রূপ হল শর্ব রূপকে যিনি কন্ট্রোল করেন সেই শর্বাণী। এখানে রামপ্রসাদকে সংসারে বেঁধে রাখেন তাঁর সহধর্মিণী শর্বাণী। পরবর্তীতে তাঁদের চার সন্তান হয়, শর্বাণী নিজে রামপ্রসাদের সাধানা-র সঙ্গী হন। প্রতিভা অনেকের মধ্যেই থাকে কিন্তু লাগামছাড়া ভাবের জন্য সেই প্রতিভা নষ্ট হয়ে যায়। তাই সবার জীবনেই একজন শর্বাণী থাকা দরকার, যে তোমার প্রতিভাকে বিকশিত করবে।’
ব্যক্তিপ্রচার থেকে বরাবরই দূরে থাকেন সব্যসাচী। এক সাক্ষাৎকারে সব্যসাচী বললেন, ‘আমি বরাবর ইন্ট্রোভার্ট। সোশ্যাল মিডিয়াতে আমার কোনও পেজ কোনওদিন ছিল না। কোনও কোলাবোরেশন করিনি, কলেজ জীবনে বানানো একটা প্রোফাইল ছিল মাত্র। সেটায় লেখালিখি করতাম। সেখান থেকে টাকা উপায় করতে চাইনি। আজ অবধি ইন্ডাস্ট্রিতে যত কাজ পেয়েছি কোনওটাই প্রচার দিয়ে পাইনি। একটা কাজ করেছি সেটা দেখে লোকের ভালো লেগেছে, লোকে অন্য কাজ করতে ডেকেছে’।
সোশ্যাল মিডিয়া নেই সব্যসাচী। অথচ সোশ্যাল মিডিয়ায় তাঁকে ভালোবাসার মানুষের কমতি নেই। অ্য়াডিশনকে দেওয়া সাক্ষাৎকারে এদিন অভিনেতা বললেন, ‘আমি কোনওদিন চাইনি আমি কোনও আসনে বসব। অনেকে ভালোবাসে, কেউ খারাপ চোখে দেখে। কেউ ভালোবাসা দিয়ে থাকলে আমি তাঁর প্রতি কৃতজ্ঞ, আমাকে খারাপ বলে কারুর লাভ হলে সেটাও বলুক। তবে আমি খোঁজ খবর রাখি না’।
অভিনয়ের পাশাপাশি লেখালেখির কাজ জারি রাখতে চান সব্যসাচী। সব্যসাচী বললেন, ‘বেশ কয়েক মাস কিছুই লিখিনি। কয়েকজন বন্ধু মিলে ঠিক করেছি আমার লেখা গুলো গল্পপাঠের মতো করে পেশ করব। পুরোনো লেখাগুলো, আর নতুন লেখাও। নতুন বইয়ের জন্য সব্য়সাচীকে প্রকাশক চাপ দিচ্ছেন। নতুন বই লিখতে চান, সব ঠিক থাকলে আগামী বইমেলায় সামনে আসবে সব্যসাচীর নতুন বই। সঙ্গে অডিও স্টোরিও থাকছে তবে সোশ্যাল মিডিয়ায় ফিরতে চান না পর্দার ‘রামপ্রসাদ’।
For all the latest entertainment News Click Here