প্রচারে রোহিতদের ধারেকাছে নেই, তবে পাকিস্তানকে হারিয়ে আসল কাজ করল মহিলা ফুটবল দল
এশিয়া কাপে সুপার ফোর পর্বে পাকিস্তানরে কাছে বাজে ভাবে হেরেছে রোহিত শর্মারা। সেই হারের ধাক্কাটা শ্রীলঙ্কা ম্যাচেও কাটিয়ে উঠতে পারেননি তারা। সেই ম্যাচও বুধবার হেরে গিয়েছে তারা। যার ফলে এশিয়া কাপে ফাইনালে ওঠার কার্যত অসম্ভবত হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে। ভারতীয় ক্রিকেট টিমের এই পরিস্থিতিতে কিন্তু ফুটবল মাঠে অন্য গল্প রচনা করলেন ভারতের মহিলা ফুটবলাররা। যাঁরা রোহিতদের প্রচারের ধারেকাছে আসেন না, ভারতের সেই মহিলা ফুটবল দল পাকিস্তানকে হারিয়ে কাজের কাজ করল।
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই ৩-০ পাকিস্তানকে উড়িয়ে জয় দিয়ে পথ চলা শুরু করল ভারতীয় দল। গত বারের চ্যাম্পিয়ন ভারত। এই প্রতিযোগিতায় টানা ২৭ ম্যাচ অপরাজিত ভারতীয় মহিলা ফুটবল দল। কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স করেন ভারতের মেয়েরা।
ATK MB vs Kuala Lumpur ম্যাচের লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/sports/football/atk-mb-vs-kuala-lumpur-live-live-update-of-atk-mohun-bagan-vs-kuala-lumpur-city-fc-afc-cup-inter-zonal-playoff-2022-31662553545457.html
তবে শুরুটা হয়েছিল পাকিস্তানের ভুল দিয়ে। পাক অধিনায়ক মারিয়া জামিল খানের আত্মঘাতী গোলে প্রথমেই এগিয়ে যায় ভারত। যাতে তাদের আত্মবিশ্বাস বাড়ে। উল্টোদিকে চাপে পড়ে পাকিস্তান। বাকি দু’টি গোল ডাংমেই গ্রেস এবং সৌম্যা গাগুলোথ করেছেন।
আরও পড়ুন: সুযোগ পেলে আবার সেরাটা দেব, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নজির গড়ে বললেন মনীষা
শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স ভারতীয় দলের। বল পজেশন হোক বা নিখুঁত পাস- সবেতেই এগিয়ে ছিলেন ভারতের মেয়েরা। বিশেষ করে উইং দিয়ে আক্রমণে উঠে পাকিস্তানের ডিফেন্সে তাঁরা কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন। ২১ মিনিটেই পাকিস্তানের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ভারত। বাঁ দিক থেকে সন্ধ্যার ক্রস পাকিস্তান গোলরক্ষক শাহিদ বুখারি কোনও রকমে ঝাঁপিয়ে আটকানোর চেষ্টা করেন। ফিরতি বল পাকিস্তান অধিনায়ক মারিয়া জামিলা খানের পায়ে লেগে গোলে ঢুকে যায়। দ্বিতীয় গোলটি হয় মিনিট দুই পরেই। বক্সের বাইরে বল ধরে অঞ্জু তামাং ডিফেন্ডারদের ভিড়ে বল বাড়ান আনমার্কড ডাংমেইয়ের দিকে। গোলকিপারকে কাটিয়ে গোল ডাংমেই গ্রেসের। প্রথমার্ধে আরও একটি গোলের সুযোগ তৈরি হয়েছিল ভারতের। রঞ্জনার শট ক্রসবারে লাগে।
২-০ এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ভারত খেলতে নামে। দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিল পাকিস্তান। বক্সের বাইরে ফ্রিকিক পেয়ে দুরন্ত শট নিয়েছিল মারিয়া। যে শট সহজেই বাঁচান ভারতের গোলরক্ষক অদিতি চৌহান। কিন্তু ভারতের আক্রমণের সঙ্গে এঁটে উঠতে পারেনি তারা। রক্ষণ সামলাতেই বেশি ব্যস্ত হয়ে পড়েছিল পাকিস্তান। ইনজুরি টাইমে তাদের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সৌম্যা। রঞ্জনার ক্রস থেকে দুরন্ত গোল করেন সৌম্যা। সাফের দ্বিতীয় ম্যাচে শনিবার মলদ্বীপের বিরুদ্ধে খেলবে ভারত।
For all the latest Sports News Click Here